কালিকামঙ্গল

* দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক কাব্য। বিদ্যাসুন্দর- কালিকামঙ্গল কাব্যের অপর নাম। বিদ্যা ও সুন্দরের প্রেম কাহিনী কাব্যের প্রধান উপজীব্য।

কালিকামঙ্গলের আদি কবি কবি কঙ্ক।

বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতারা হলেন- শ্রীধর কবিরাজ, সাবিরিদ খান, গোবিন্দ দাস, রামপ্রসাদ সেন ।

রামপ্রসাদ সেন- কালিকা মঙ্গলের বিশিষ্ট কবি । রাজাকৃষ্ণচন্দ্র তাঁকে- কবিরঞ্জন উপাধি প্রদান করেন

কালিকামঙ্গল কাব্য :

(i) বিদ্যাসুন্দর- শ্রীধর কবিরাজ, সাবিরদ খান, ভারতচন্দ্র রায় গুণাকর ।

(ii) কালিকা মঙ্গল— গোবিন্দ দাস ।

শিবায়ন

→ শিবায়ন কাব্যে স্বয়ং শিবই নায়ক ।

শিবায়ন ক্যাবের কবি- (১) রামকৃষ্ণ রায় (২) শঙ্কর কবিচন্দ্র (৩) রামেশ্বর ভট্টাচার্য- তাঁর ‘শিবায়ন’ বা ‘শিবসংকীর্তন’ সর্বাধিক জনপ্রিয় শিবমঙ্গল কাব্য ।

শীতলামঙ্গল

শীতলামঙ্গলের আদি কবি – নিত্যানন্দ চক্রবর্তী ।

অন্যান্য কবি – বল্লভ, মানিকরাম গাঙ্গুলী ।

ষষ্ঠীমঙ্গল

লৌকিক দেবী । শিশু রক্ষয়িত্রী রুপে এই দেবীর কল্পনা করা হয়েছে ।

ষষ্ঠীমঙ্গল কাব্যের কবি –কৃষ্ণরাম দাস, রুদ্ররাম, শঙ্কর।

সারদামঙ্গল

বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দেবী সারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে ‘সারদামঙ্গল’ রচিত ।

সারদামঙ্গল কাব্যের কবি

(i) দয়ারাম— তাঁর কাব্যের নাম – ‘সারদাচরিত্র’ 

(ii) রাজসিংহ- তাঁর কাব্যের নাম – ‘ভারতীমঙ্গল’

রায়মঙ্গল

বাঘের দেবতা দক্ষিণরায়ের মাহাত্ম্যসূচক কাব্য রায়মঙ্গল নামে পরিচিত 

(i) মাধব আচার্য- আদি কবি কাব্য ‘রায়মঙ্গল’ 

(ii) কৃষ্ণরাম- তাঁর রচিত কাব্য – ‘রায়মঙ্গল’

সূর্যমঙ্গল

* সূর্যদেবতার কাহিনী অবলম্বনে ‘সূর্যমঙ্গল’ রচিত।

সূর্যমঙ্গল ক্যাবের কৰি

(i) রামজীবন কাব্যের নাম ‘সূর্যমঙ্গল’ বা ‘আদিত্য চরিত’।

(ii) দ্বিজ কালিদাস কাব্যের নাম ‘সূর্যমঙ্গল’ অথবা ‘সূর্যের পাঁচালী’

গঙ্গামঙ্গল

দেবী গঙ্গার মাহাত্ম্য

(i) মাধবাচার্য- তাঁর কাব্যের নাম ‘গঙ্গামঙ্গল’ আদি কবি

(ii) দ্বিজ গৌরাঙ্গ তাঁর কাব্যের নাম ‘গঙ্গামঙ্গল’

(iii) দ্বিজ কমলাকান্ত তাঁর কাব্যের নাম ‘গঙ্গার পাঁচালী’ 

(iv) দুর্গাপ্রসাদ মুখুটি- তাঁর কাব্যের নাম ‘গঙ্গাভক্তি তরঙ্গিনী’

গৌরীমঙ্গল

গৌরীমঙ্গল কাব্যের কবি

(i) পৃথ্বীরাজ- তাঁর কাব্যের নাম ‘গৌরীমঙ্গল’ (ii) নিবারণ সেন- তাঁর কাব্যের নাম ‘গৌরীমঙ্গল’

দূর্গামঙ্গল

দূর্গামঙ্গল কাব্যের কবি

(i) ভবানী প্রসাদ (আদি কবি)

(ii) রূপনারায়ণ ঘোষ- কাব্যের নাম ‘দুর্গামঙ্গল’

পঞ্চাননমঙ্গল

ব্যাধির অধিদেবতা পঞ্চানন
পঞ্চাননমঙ্গল কাব্যের কবি- দ্বিজ রঘুনন্দন ।

Write Reply...