বাংলা একাডেমি
*১৯৫৫ খ্রি. ৩ ডিসেম্বর বর্ধমান হাউজ এ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় । প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা- মুহম্মদ বরকতউল্লাহ ।
* বাংলা একাডেমির প্রথম পরিচালক- ড. মুহম্মদ এনামুল হক ।
*বাংলা একাডেমিরপ্রথম মহাপরিচালক – ড. মাযহারুল ইসলাম (১৯৭২)
** বাংলা একাডেমির প্রথম সভাপতি- মাওলানা আকরাম খাঁ।
* বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক- ড. নীলিমা ইব্রাহিম
*উদ্বোধন ভাষণ দেন- পূর্ববাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ।
বাংলা একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট-ভাষা আন্দোলন ।
* The Bengali Academy Act – 1997, 3 April- আইনে ‘বাংলা একাডেমি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় ।
*বাংলা একাডেমিকে বলা হয়- জাতীয় মননের প্রতীক
বাংলা একাডেমির সম্পাদিত পত্রিকা ৬টি ।
(১) ‘উত্তরাধিকার’- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা । ২০০৯ সাল থেকে মাসিক হিসেবে প্রকাশিত হয় ।
(২)’ ‘বাংলা একাডেমি পত্রিকা’ (১৯৫৭) -এটি বাংলা একাডেমির প্রথম প্রকাশনা । গবেষণা মূলক ত্রৈমাসিক পত্রিকা ।
(৩) ‘বাংলা একাডেমী বিজ্ঞান পত্রিকা’- ষান্মাসিক, বিজ্ঞান গবেষণামূলক |
(৪) ‘ধান শালিকের দেশ’ -ত্রৈমাসিক কিশোর সাহিত্য পত্রিকা
(৫) ‘লেখা’ -মাসিক পত্রিকা
(৬) The Bangla Academy Journal -ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক গবেষণামূলক
বাংলা একাডেমির বিভাগ চারটিঃ
১. গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ ।
২. ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ ।
৩. পাঠ্যপুস্তক বিভাগ ।
৪. প্রাতিষ্ঠানিক, পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ ।
বাংলা একাডেমির প্রকাশিত অভিধান ও সম্পাদকঃ
১. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান | ড. মুহম্মদ শহীদুল্লাহ |
২. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান | ড. আহমদ শরীফ |
৩. বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান | জিল্লুর রহমান সিদ্দিকী |
৪. প্রমিত বাংলা অভিধান | জামিল চৌধুরী |
৫. ঐতিহাসিক অভিধান | মনজুরুল রহমান |
৬. সমকালীন বাংলা অভিধান | আবু ইসহাক |
* বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষ এর সম্পাদক- সেলিনা হোসেন ও নুরুল ইসলাম
* বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলির সম্পাদক আবদুল কাদির। নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয়- ২০০৩ সালের ২৫ জুন। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে যে প্রতিষ্ঠান সর্বাধিক খ্যাতি লাভ করেছে তার নামবাংলা একাডেমি। * *
*বাংলা একাডেমি প্রতিবছর- ‘সাহিত্যে’ পুরস্কার প্রদান করে ।
*একুশে গ্রন্থমেলার আয়োজক – বাংলা একাডেমি।
* বাংলা একাডেমির বর্তমান সভাপতি- সেলিনা হোসেন
*বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক- নুরুল হুদা
*বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন হয়- ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে
*বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভা হয়- প্রতিবছর ডিসেম্বর মাসে ।
শিল্পকলা একাডেমি
→ প্রতিষ্ঠাকাল- ১৯৭৪ ঢাকার সেগুনবাগিচায়
→ ৫টি বিভাগে কার্যক্রম পরিচালনা করে।
১.গবেষণা ও প্রকাশনা বিভাগ, ২. অর্থ হিসাব ও পরিকল্পনা বিভাগ, ৩. চারুকলা বিভাগ, 8. নাট্যকলা বিভাগ, ৫. সংগীত ও নৃত্য বিভাগ ।