বাংলা সাহিত্যের আধুনিক যুগ (১৮০১-বর্তমান)
বাংলা গদ্য সাহিত্যের গোড়াপত্তন
* প্রথম বাংলা গদ্যের নমুনা বোধ হয় ১৫৫৫ খ্রিস্টাব্দে (১৪৭৭ শকাব্দ) অহোমরাজ স্বর্গনারায়ণকে কোচবিহারের মহারাজা নারায়ণ চন্দ্রের লেখা পত্র। এ পত্রের ভাষার নমুনা-
“লেখনং কার্যঞ্চ । এথা আমার কুশল । তোমার কুশল নিরন্তর বাঞ্ছা করি । অখন তোমার আমার সন্তোষ সম্পাদক পত্ৰাপত্রি গতায়াত হইলে উভয়ানুকূলে প্রীতির বীজ অঙ্কুরিত হইতে রয়ে ৷ তোমার আমার কর্তব্যে বাৰ্দ্ধতাক পাই পুষ্পিত ফলিত হইবেক । আমরা সেই উদ্যোগত আছি ইত্যাদি ।”
* ‘নিবন্ধ’ সাহিত্যের মধ্যেই কথাবার্তার রেশ শুনতে পাই । ১৭২৭ খ্রিস্টাব্দে রচিত ‘মহারাজ বিক্রমাদিত্য চরিত্র’ নামক গদ্য গল্পের নমুনাটি এজন্য মূল্যবান—
“মোং ভোজপুর । শ্রীযুক্ত ভোজরাজা । তাহার কন্যা শ্রীমতি মৌনাবতি । সোড়ষ বরিস্যা । বড় সুন্দরি ৷ মুখ চন্দ্র তুলা। কেষ মেঘের রঙ্গ। চক্ষু আকর্ন পর্যন্ত্য ।” (এটি ব্রিটিশ মিউজিয়াম থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় কপি করে আনেন)
এ লেখাকেই বাঙলা গদ্যের প্রথম নিদর্শন বলতে পারি । সাহিত্য না হলেও সাহিত্যধর্মী এই প্রথম গদ্য ।
বাংলা গদ্যের গোড়াপত্তনের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ
১. ‘ব্রাহ্মণ- রোমান ক্যাথলিক সংবাদ’ (১৭৪৩):
মনোএল- দা আসসুম্পসাও কর্তৃক ১৭৩৪ খ্রিস্টাব্দে রচিত ও ১৭৪৩ খ্রিস্টাব্দে লিবসনে রোমান হরফে মুদ্রিত হয় ।
২. ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ (১৭৪৩):
দোম আন্তোনিও দো রোজারিও কর্তৃক রচিত । তিনি ঢাকার ভূষণার জমিদার পুত্র ছিলেন। পর্তুগালের রাজধানী লিবসন থেকে ১৭৪৩ খ্রিস্টাব্দে রোমান অক্ষরে মুদ্রিত হয় । এটি বাঙ্গালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ।
৩. ‘Vocabulario em Bengalla’e Protuguez’:
‘বাঙ্গালা ব্যাকরণ ও বাঙ্গালা পুর্তুগীজ মনোএল-দা আসসুম্পসাও শব্দকোষ’, মনোএল- দা আসসুম্পসাও কর্তৃক রচিত গ্রন্থটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ । (রোমান হরফে)
8. ‘A Grammar of the Bengali Language (১৭৭৮) বা ‘বাঙলা ব্যাকরণ’:
নাথানিয়েল ব্রাশি হ্যালহেড। এটি ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ । এটি হুগলি থেকে মুদ্রিত ও প্রকাশিত ।
৫. দেওয়ানি কার্যবিধির অনুবাদ (১৭৮৫) – জোনাথান ডানকান কর্তৃক রচিত
৬. ফৌজদারি কার্যবিধির অনুবাদ (১৭৯১) – এন বি এনমনস্টোন কর্তৃক রচিত
৭. কর্নওয়ালিস কোড এর অনুবাদ (১৭৯৩) – হেনরি পিট্স ফরস্টার কর্তৃক রচিত
৮. ইঙ্গরাজিও বাঙ্গালি বোকেবিলারি (১৭৯৩) – জন মিলার কর্তৃক রচিত
৯. শিক্ষাগুরু (১৯৯৭) – জন মিলার কর্তৃক রচিত
১০. শব্দকোষ প্রথম খণ্ড (১৭৯৯), শব্দকোষ দ্বিতীয় খণ্ড (১৮০১) – হেনরি পিটস ফরস্টার কর্তৃক রচিত
১১. Grammar of the pure and mixed India Dialects’ (১৮০১) – গেরাসিম লেবেদেভ কর্তৃক রচিত