বাংলা সাহিত্যে যা কিছু প্রথম

* বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন-চর্যাপদ ।

* প্রথম মুদ্রিত গ্রন্থ- ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ (১৭৪৩) এটি রোমান হরফে মুদ্রিত এবং বাঙালির লেখা।

* বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ- ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ (১৮০১)।

*  বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরের দুলাল (১৮৫৮)।

* বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস- বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)। 

* অন বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস – বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)। প্রথম প্রবন্ধগ্রন্থ- রাজা রামমোহন রায়ের ‘বেদাত্ত’ (১৮১৫)।

* * প্রথম নাটক/প্রথম কমেডি নাটক- তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন’ (১৮৫২)। প্রথম সামাজিক নাটক- রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুল সর্বস্ব’ (১৮৫৪)।

* প্রথম সার্থক নাটক- মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ (১৮৫৯)।

*  প্রথম ট্রাজেডি নাটক— যোগেন্দ্রনাথ দত্তের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)। 

* প্রথম সার্থক ট্রাজেডি নাটক— মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।

*  প্রথম সার্থক কমেডি ও অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম নাটক- মধুসূদন দত্তের পদ্মাবতী (১৮৬০)।

*  আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ— রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮)

* * প্রথম মহিলা ঔপন্যাসিক— স্বর্ণকুমারী দেবী । তাঁর প্রথম উপন্যাস— ‘মেবার রাজ’ (১৮৭৭) বাংলা ভাষার প্রথম পত্রিকা/ প্রথম মাসিক পত্রিকা— ‘দিগদর্শন’ (১৮১৮)।

*  বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা- ‘সমাচার দর্পণ’ (১৮১৮)।

*  প্রথম দৈনিক পত্রিকা— ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ (১৮৩৯)। প্রথম প্রহসন- একেই কি বলে সভ্যতা (১৮৬০)।

* মুসলিম ঔপন্যাসিক রচিত প্রথম উপন্যাস— ‘রত্নবতী’ (১৮৬৯) । মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক— ‘বসন্তকুমারী (১৮৭৩)। বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী- চার্লস উইলকিন্স ।

*  প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার- মীর মশাররফ হোসেন

* প্রথম বাংলা অক্ষর খোদাইকারী- পঞ্চানন কর্মকার ।

*  বাংলা সাহিত্যে প্রথম পরিবেশ সচেতন কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

* বাংলা সাহিত্যের প্রথম সনেট— মধুসূদন দত্তের বঙ্গভাষা, এর পূর্বনাম কবি মাতৃভাষা । প্রথম ঐতিহাসিক নাটক- কৃষ্ণকুমারী (১৮৬১)।

*  প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্য – ‘মেঘনাদ বধ কাব্য’ (১৮৬১)। প্রথম মুসলমান কবি- শাহ মুহম্মদ সগীর ।

*  আধুনিক যুগের প্রথম মুসলমান কবি- কায়কোবাদ ।

*  বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোটগল্প শিল্পী- স্বর্ণকুমারী দেবী ।

*  প্রথম সার্থক ছোটগল্প লিখেন- রবীন্দ্রনাথ ঠাকুর ।

*  প্রথম সার্থক ছোটগল্প – ‘দেনাপাওনা’ ।

*  বাংলা উপন্যাসের প্রথম নায়ক— ‘মতিলাল’ (আলালের ঘরের দুলাল) প্রথম সার্থক কাহিনী কাব্য- ‘তিলোত্তমা সম্ভব’ (১৮৬০)।

* ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক— ‘নীলদর্পণ’ (১৮৬০)।

* রোমান হরফে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ- Vocabulario Em Idiomae. Bengallae portuguez (1743) মনোএল দা আসসুম্পাসাও ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ – A Grammar of the Bengali language.

*  বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এবং বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ রাজা রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩০)।

*  আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- মাহমুদা খাতুন সিদ্দিকা । 

* বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রামগতি ন্যায়রত্নের ‘বাঙালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ (১৮৭৩) । 

* বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী । 

* বাংলা সাহিত্যের প্রথম কবি-লুই পা । 

* বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য— ‘শ্রীকৃষ্ণকীর্তন’ 

* আনুবাদ সাহিত্যের প্রথম কবি— ‘কৃত্তিবাস ওঝা’ । অনুবাদ সাহিত্যের প্রথম গ্রন্থ— ‘রামায়ণ’ ।

* রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য- ‘ইউসুফ জোলেখা’ । 

* কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন- ‘ভাই গিরিশচন্দ্রসেন’ । 

* বাংলাভাষার প্রথম পত্রিকা- ‘দিগদর্শন’ (১৮১৮)। 

* বাঙালিদের প্রচেষ্টায় প্রথম পত্রিকা- ‘বাঙ্গাল গেজেট’ । 

* প্রথম বাঙালি পত্রিকার সম্পাদক- ‘গঙ্গাকিশোর ভট্টাচার্য’ ।

*  মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা— ‘সমাচার সভারাজেন্দ্র’ । 

* প্রথম মুসলমান পত্রিকা সম্পাদক- শেখ আলীমুল্লাহ ।

Write Reply...