বাউল পদাবলি
→ ‘বাউল’ নামক এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির গান। বাউল গানের বিশেষত-এক ধরনের আধ্যাত্ম বিষয়ক গান ।
‘বাউল’ অর্থ- বাহ্যজ্ঞানহীন । ‘বাতুল’ শব্দ থেকে ‘বাউল’ শব্দ এসেছে । বাউল মতের উদ্ভব – মধ্যযুগে (সপ্তদশ শতকে) ।
ঊনবিংশ শতকে লালন ফকিরের সাধনার মধ্য দিয়ে এ মত তাত্ত্বিক ও সাহিত্যিক পূর্ণতা পায় ৷
রবীন্দ্রনাথ ঠাকুর বাউল মতের প্রতি শিক্ষিত মানুষকে উৎসুক করেন ।
বাউল ২ প্রকার – (i) গৃহী (ii) বৈরাগী ।
‘বৌদ্ধ সহজিয়া’ মত থেকে বাউল মতের উৎপত্তি ।
বাউল মতে হিন্দু ও মুসলমান ধর্ম মতের সংমিশ্রণ আছে ।
এদের আদর্শ – Knoweth thyself; আত্মানং বিদ্ধি ।
পেন্দ্রনাথ ভট্টাচার্যের মতে- মুসলমান মাধব বিবি ও আউলচাঁদ এ মতের প্রবর্তক । মাধব বিবির শিষ্য নিত্যানন্দ পুত্র বীরভদ্র বাউল মত জনপ্রিয় করেন ।
শ্রেষ্ঠ বাউল সাধক – লালন শাহ ।
* নিতাই ক্ষেপা- (রাঢ়ের)। বাউল জলধর (পূর্ববঙ্গের) । হরিনাথ মজুমদার (কুষ্টিয়া) ১৯ শতক