কাব্যের নামআদি কবি[*সংস্কৃত ]শ্রেষ্ঠ কবিঅন্যান্য কৰি ও রচনা / তথ্য
মনসা মঙ্গলকানাহরি দত্তবিজয় গুপ্তনারায়ন দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস,কেতকাদাস ক্ষেমানন্দ।
চণ্ডী মঙ্গলমানিক দত্তমুকুন্দরাম .দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তারাম সেন, আকিঞ্চন সেন।
অন্নদামঙ্গলভারত চন্দ্র রায়গুনকার
ধর্মমঙ্গলময়ুর ভট্টঘনরাম চক্রবর্তীআদিরূপ রাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পন্ডিত, নরসিংহ বসু
কালিকা মঙ্গলকবি কঙ্ক——-রামপ্রসাদ সেন, সাবিরিদ খান, গোবিন্দ দাস, শ্রীধর কবিরাজ, গোবিন্দ দাস
জীবনী সাহিত্যমুরারি গুপ্ত*/ বৃন্দাবন দাসকৃষ্ণ দাসলোচন দাস, জয়ানন্দ গবিন্দ দাস, চূড়ামণি দাস।
মর্সিয়া সাহিত্যশেখ ফয়জুল্লাহ——-দৌলত উজির বাহরাম খান, রাধারমন গোপ
নাথ সাহিত্যশেখ ফয়জুল্লাহ . শুকুর মাহমুদ, ভবানী দাস, শ্যাম দা্মু, ভীম সেন।
ময়মনসিংহ গীতিকাসংগ্রহক – চন্দ্রকুমার দে
দোভাষী পুথিফকির গরীবুল্লাহসৈয়দ হামজা, মো দানেশ, আব্দুল হাকিম
বৈষ্ণব পদাবলীজয়দেব/বিদ্যাপতি[মিথিলা]দ্বিজ চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস
কবিগানগোলাজ গুইহারু ঠাকুরএন্টনি ফিরিঙ্গি, ভবানী বেনে, ভোলা ময়রা, রাম বসু, নিতাই বৈরাগী
টপ্পা গানরামনিধি গুপ্তনিধু বাবু
পাঁচালি গানদাশরথি রায়
শাক্ত পদাবলীরামপ্রসাদ সেন
মহাভারতকবিন্দ্র পরমেশ্বরকাশীরাম দাসশ্রীকর নন্দী, দ্বৈপায়ন দাস
রামায়নকৃত্তিবাস ওঝাচন্দ্রাবতী, ষষ্ঠিবর সেন।
প্রাকৃত পৈঙ্গলঅন্ধকার যুগের প্রথম নিদর্শন
শুন্যপুরানরচয়িতা- রামাই পণ্ডিত
সেক শুভদয়ারচয়িতা- হয়ালুধ মিশ্র
শ্রীকৃষ্ণ কীর্তনমধ্য যুগের প্রথম নিদর্শন। আবিস্কারক ও প্রকাশকঃ বসন্তরঞ্জন রায়

[নির্দেশনা ঃ ছকে দেয়া তথ্য গুলো বার বার পড়ুন, এগুলো ভয়ানক পরিমান গুরুত্বপূর্ণ।

পরীক্ষার সময় যেন কিংকর্তব্য-বিমূঢ় হয়ে না যান এইজন্য এই ব্যবস্থা ।]

Write Reply...