লোক সাহিত্য (Folklore)

জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ, ধাঁধা, ইত্যাদিকে লোকসাহিত্যে বলে।

বাংলা লোক সাহিত্যের বিভিন্ন ধারার উপর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম আলোচনা করেন – অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য। তাঁর গ্রন্থের নাম – ‘বাংলা লোকসাহিত্য’ (১৯৫৪)বাংলা লোক সাহিত্য উজ্জীবনের সার্থক পথদ্রষ্টা বলা হয় – রবীন্দ্রনাথ ঠাকুরকে । 

বিজ্ঞান সম্মতভাবে লোকসাহিত্য ৭ ভাগে বিভক্ত –

১. লোককাহিনী ২. গীতিকা ৩. লোক সংগীত ৪. ছড়া ৫. প্রবাদ ৬. ধাঁধা ৭. লোকনাটক লোক 

*সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি – ছড়া, ডাক ও খনার বচন, প্রবাদ, ধাঁধা । 

*লোক সাহিত্যের জনপ্রিয় সংকলন- ‘হারামণি’ । সম্পাদক – মুহম্মদ মনসুর উদ্দীন । ‘হারামণি’ নাম দিয়েছেন – রবীন্দ্রনাথ ঠাকুর । 

বাংলাদেশ থেকে সংগৃহীত লোক গীতাকাগুলি ৩ ভাগে বিভক্ত ।

১ নাথ গীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ৩. পূর্ববঙ্গ গীতিকা ।

Write Reply...