শ্রীরামপুর মিশন ও ছাপাখানা

প্রতিষ্ঠাকাল- ১০ জানুয়ারি ১৮০০ খ্রিস্টাব্দ ।

প্রতিষ্ঠাতা- জন টমাস (১৭৫৭-১৮০১), উইলিয়াম কেরী (১৭৬১-১৮৩৪)

শ্রীরামপুর মিশনের প্রেসের কাজ শুরু হয় মার্চ, ১৮০০ খ্রি. এবং বাইবেলের নিউ টেস্টামেন্টের Gospel of St. Mathews অংশের অনুবাদ ‘মঙ্গল সমাচার’ মাতিউর রচিত মুদ্রিত হতে থাকে । (মূল গ্রীক থেকে অনুবাদ)

এ প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ (১৮০১) এবং কাশীদাসী মহাভারত (১৮০২) মুদ্রিত হয় 

১৮০৯ খ্রিস্টাব্দে সমগ্র বাইবেল কেরী কর্তৃক অনূদিত হয়ে ‘ধর্মপুস্তক’ নামে ছাপা হয় ।

প্রকাশিত পত্রিকা:

১. দিগদর্শন : (১৮১৮) মাসিক পত্রিকা, সম্পাদক- জন ক্লার্ক মার্শম্যান | এটি বাংলা ভাষার প্রথম পত্রিকা

২. সমাচার দর্পন: (১৮১৮) সাপ্তাহিক, পরবর্তীতে সপ্তাহে দুবার প্রকাশিত হয়, সম্পাদকজন ক্লার্ক মার্শম্যান ।

* চার্লস উইলকিন্সের (১৭৪৯-১৮৩৬) অনুরোধে পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রণযন্ত্র তৈরি করেন । বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স

শ্রীরামপুর মিশন প্রেসের প্রধানতত্ত্বাবধায়ক-উইলিয়াম ওয়ার্ড (১৭৬৯-১৮২৩) ।

* ১৮০০ – ১৮১৮ এর মধ্যে এই প্রেস থেকে প্রায় ৮০টি গ্রন্থ ছাপা হয় ও প্রায় ৭ লক্ষ কপি বিতরণ হয় ।

শুরুতে মিশন ডেনিশদের নিয়ন্ত্রণে ছিল। ১৮০৮ সালে ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় । উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় (পর্তুগিজ ভাষার) ১৪৯৮ খ্রিস্টাব্দে গোয়ায় । 

প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- ১৭৭৮ খ্রি. হুগলিতে ।

বাংলাদেশের প্রথম মুদ্রণযন্ত্র (‘রংপুর বার্তাবহ’) ১৮৪৭ খ্রি. রংপুরে স্থাপিত হয় ঢাকার প্রথম ছাপাখানা ‘বাংলা প্রেস’ ১৮৬০ সালে আজিমপুরে

শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রি.।

Write Reply...