EXAM: BANGLADESH BANK
POST: ASSISTANT DIRECTOR
DATE: 08.05.2015
TOTAL MARKS: 200
TIME: 120 MINUTES

Instruction: Answer the questions in the given space provided in the answer script.

Question 01. Write an essay on Land Boundary Agreement and its impact on Bangladesh-India bilateral relations.

Solution: On may 6 and 7, in both the houses of parliament, the Indian govt. passed the historic constitution amendment bill (119th) paving the way to the implementation of the 1974 Indira-Mujib Land-Boundary agreement and its 2011 protocol. The land Boundary Agreement has three major components. It includes the exchange of enclaves and land under adverse possession and demarcation of 6.1 kilometers of the border that in the past had witnessed conflicts.

Out of 162 enclaves, 111 enclaves constituting 17,160.63 acres of land that belongs to India will be exchanged with 51 Bangladeshi enclaves constituting 7,110.02 acres of land. All Bangladeshi enclaves situated in Cooch Behar whereas Indian enclaves are spread in four districts of Panchgarh, Lalmonirhat, Kurigram and Nilphamari districts in Bangladesh.

Out of 5044 acres of land in adverse possession, India would receive 2777 acres and Bangladesh would get 2267 acres. It needs to be noted that Bangladesh shares 320km of border with Mizoram, 436km with Meghalaya, 264km with Assam, 874km with Tripura and 2262km with West Bangla The govt. after consulting the people in the enclaves in 2007, decided to maintain the status quo to

avoid the exchange of population as per article 3 of the 1974 agreement. Out of 6.1km of the demarcated border, 1.5km at Doikhata, 1.6km in Muhirir Char and 3km in Lathitilla. Unabated border killings of Bangladeshi nationals are a matter of grave concern. Since the flourishing of the illegal trade of cattle, involving $500 million annually for beneficiaries of both sides of the border, most of the dead are found to be the unarmed cattle traders from Bangladesh. If the Indian govt. is indeed serious about improving relations with its neighbor, the LBA issues should be settled once and for all. It would also be an opportunity to rejuvenate the friendship between the two countries which as seen ups and down in the last few decades. In the present geopolitical atmosphere India cannot afford to be seen as a friend of only one political group of Bangladesh rather it will have to Endeavor to win over the friendship of the ration irrespective of whoever is in power. It would also be in the Indian interest not to have contentious border issues with Bangladesh. Skirmishes on the border with a friendly country like Bangladesh will have perennial problems both for domestic politics on either side as well as for bilateral relations.

Finally if people from Bangladesh enclaves in India migrate to the Bangladesh mainland. They need to be rehabilitated for which the govt. must immediately draw a programme with adequate resources and office protocol. If some lands are vacated by those departing from enclaves within Bangladesh for India, probably thus along with any Khas land that may be available may be used for rehabilitation. ** Let as at least hope that with the LBA now entering any day into force, people who had been suffering for so long will have their cup of misery at last less full than before.

Question 02. Increasing the price of fuel is the best way to address traffic and pollution problems’. Do you agree or not? Justify your position by presenting arguments for and against the topic.

Solution: Traffic jam and air pollution in the Dhaka city has been a growing problem in the city dweller’s life. There are so many reasons behind the tiresome traffic jam and cursing air pollution. The govt. effort to reduce the congestion on the street seems to fail. So the question arises from the civil society of redressing these problems comes out with new fall.

Increasing the price of fuel is to redress these problems will not come into effect in no way. Because fuel is a heart of economy. The over all development of any economy is broadly depends on the sufficient power supply. In the perspective of Bangladesh fuel is not only used in producing ¹ homework’s, industries like garments, launches and steamers. So if the price of fuel increases, the effect of such increased price will be observed in each and every part of civil life.

under poverty is grossly depends on the fuel. They do not get access in the electricity facility. Their all household chores related to fuel. So they at first can not bear the increased price of fuel. Moreover, fuel price is also related to the commodities we use in our day to day life. As fuel is an essential element of production, the cost price of goods will also rise due to increased fuel price. Inflation is an evil to the economy. Due to soared price of fuel, inflation will also go up. At this consequence, the economy will fall in great problem.

So I strongly oppose to increase price of fuel to redress traffic and pollution.

Question 02. Read the passages and answer the questions.

Advertising helps people recognize a particular brand, persuades them to try it, and tries to keep them loyal to it. Brand loyalty is perhaps the most important goal of consumer 05 advertising. Whether they produce cars, canned foods or cosmetics, manufacturers want their customers to make repeated purchases. The quality of the product will encourage this, 5 of course, but so, too, will effective advertising.

Advertising relies on the techniques of market research to identify potential users of a product. Are they homemakers or professional people? Are they young or old? Are they city dwellers or country dwellers? Such questions have a bearing on where and when ads should 10 be placed. By studying readership breakdowns for newspapers and magazines as well as 10 television ratings and other statistics, an advertising agency can decide on the best way of reaching potential, buyers. Detailed research and marketing expertise are essential today when advertising budgets can run into thousands of millions of taka.

Advertising is a fast-paced, high pressure industry. There is a constant need for creative 1 – 15 ideas that will establish a personality for product in the public’s mind. Current developments in advertising increase the need for talented workers.

In the past, the majority of advertising was aimed at the traditional family- breadwinner father, non-working mother, and two children. Research now reveals that only about 5%-6% of households tit this stereotype. Instead, society is fragmented into many groups, with 20 working mothers, single people and older people on the rise. To be most successful, segment and aim its message toward that group.

Advertising is also making use of new technologies. Computer graphics are used to grab the 22 attention of consumers and to help them see products in a new light. The use of computer graphics in a commercial for canned goods, for instance, gave a new image to the tin can.

Questions:

a) What does the passage mainly discuss?

Solution: The passage mainly discusses the advertisement and its luring to the public. The passage shows how people get facilitated by the mesmerizing appealing of the advertisement.

b) The word ‘this’ in line 5 refers to what?

Solution: The word ‘this’ in line 5 refers to the product itself which attracts people not only by its quality but also by the effective advertisement.

c) Which characteristics of the probable users should be looked upon by the advertising agency to reach them?

Solution: There is no more stereotype advertising policy in the world as the globe has charged largely. To reach the probable users, he advertising agency should focus on specific group of people. To identify the exact consumer of products to reach the product’s quality is the successful way to publicize advertisement.

d) What is the meaning of the phrase ‘in a new light’ used in line 22?

Solution: The word ‘in a new light’ used in the passage means the new way to see the old product. The phrase means here that the technology which is used in making the product appealing helps look shape and size.

e) What is the new development in advertising as mentioned in the passage?

Solution: The new development in advertising is the using of technologies. Use of technologies during Making a advertisement is the new development of advertising.

Question 04: Solve the following problems.

Problem a) A shop stocks four types of caps, there are as many red caps as blue caps and green caps as red caps. There are equal numbers of green caps and yellow caps. If there are 42 blue caps, then what percent of the total caps in the shop are blue?

অনুবাদঃ একটি দোকানে 4 ধরনের Cap আছে। যতগুলো Blue cap আছে তার অংশ Red cap এবং Red ½ অংশ Green cap. দোকানে সমান সংখ্যক Green এবং Yellow cap আছে। যদি Blue cap এর সংখ্যা 42 টি হয়, তাহলে দোকানে শতকরা কয়টি Blue cap আছে?

Solution:

Given the number of blue cap = 42

The number of red cap = 42 ×3 = 14

& the number of green cap = 14× 2 = 7

As, the green and yellow caps are same of number, so the number of yellow cap = 7.

Total number of cap = 42 + 14 + 7 + 7 = 70

.:. The percentage of blue cap = 70 × 100% = 60%

60 percent of the total caps in the shop is blue. (ans.)

Problem b) The annual incomes and expenditures of a man and his wife are in the ratios of 5 : 3 and 3 : 1, respectively. If they decide to save equally and find a balance of Tk. 4,000 at the end of year, what was their income?

অনুবাদঃ একজন লোক ও তাঁর স্ত্রীর আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং 3 : 1. তারা যদি সমপরিমাণ টাকা সঞ্চয় করে এবং বছর শেষে তার যদি 4,000 টাকা তাদের হয় তবে তাদের আয়ের অনুপাত কত?

Solution:

Let, the amount of income and expenditure of man = 5x and 3x

the amount of income and expenditure of woman = 3y and y

The man’s savings = 5x – 3x = 2x and

The woman’s savings = 3y – y = 2y

Here, 2x = 2y = 4,000

⇒ 2x=4,000

⇒ x = 2,000

⇒ 2y = 4,000

⇒ y = 2,000

:: The man’s income = 5x = (5 × 2,000) Tk. = 10,000 Tk.

The woman’s income = 3y = (3 × 2,000) Tk. = 6,000 Tk.

Man’s and Woman’s income are 10,000 Tk. & 6,000 Tk respectively. (ans.)

Problem: c) A person sells two articles. Each for the same price Tk. 1,040. He incurs 20% loss on the first and 10% loss on the second. Find his overall percentage of loss.

অনুবাদঃ একজন লোক 1,040 টাকা করে দুটি দ্রব্য Sell করে। প্রথমটিতে 10% loss করে। তার মোট (শতকরা) কত ক্ষতি হলো?

Solution:

At 20% loss, if cost price id TK 100. Then selling price = Tk (100-20) = 80 Tk.

Now, while selling price is Tk. 80, then cost price = Tk. 100

While selling price is Tk. 1, then cost price = Tk. $\frac{100}{80}$

While selling price is Tk. 1,040, then cost price =$\frac{100 × 1040}{80}$ = Tk. 1,300

Again, at 10% less, if cost price is Tk. 100, then selling price = Tk (100 – 10) = Tk. 90

While selling price is Tk. 90, then cost price = Tk. 100

While selling price is Tk. 1, then cost price = Tk. $\frac{100}{90}$

.While selling price is Tk. 1040, then cost price = Tk. $\frac{100 × 1040}{90}$

: .:. Total selling price of two articles = 2 × 1,040 = Tk. 2,080

And Total cost price of two articles = Tk. $\left( 1300 + \frac{10400}{9} \right)$ = Tk. $\frac{22100}{9}$

:. Overall loss percentage=$\frac{{\left( \frac{22100}{9} -2080\right)}}{\frac{22100}{9}}$ x 100% = 15.294%

His overall 15.294% of loss. (ans.)

Problem d) If the sum of five consecutive integers is S, what is the largest of those integers in terms of S?

অনুবাদঃ 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যা যোগফল S. আপনাকে সবচেয়ে বড় সংখ্যাটি S এর মাধ্যমে বের করতে হবে।

Solution:

Let, 5 consecutive integers are x, x + 1, x + 2, x + 3 and x + 4

According to the question

x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) = S

Or, 5x + 10 = S

Or, 5x = S – 10

so, x = $\frac{s-10}{5}$

:: The Largest integer : =x + 4 = $\frac{s-10}{5}$ +4 = $\frac{s+10}{5}$ (ans)

Problem e) The difference between two numbers is five and the difference between their squares is 65. What is the larger number?

অনুবাদঃ দুটি সংখ্যার বিয়োগফল 5 এবং তাদের বর্গের বিয়োগফল 65 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

solution:

Let, the larger number be x And the small one is y

According to the question,

x – y = 5 ………….. (i)

x2 – y2 = 65 ………….. (ii)

Now, from the equation (ii), We have

x2 – y2 = 65

or, (x+y)(x-y) = 65

or, 5(x+y) = 65

so, x+y = 13 ………………..(iii)

Adding equation (iii) & ( i) Now, we get x = 9

So, Larger number is 9. (ans.)

Problem f) Robi drove 100 miles to visit a friend. If he had driven 8 miles per hour faster than he did, he would have arrived in of the time he actually took. How many minutes did the trip take?

অনুবাদঃ Robi 100 মাইল Drive করে তার বন্ধুর বাড়িতে গেল। সে যদি 8 miles per hour বেশি বেগে গাড়ি চালাতো, তাহলে তার পৌঁছাতে যে সময় লেগেছিল তার গুণ সময়ে পৌঁছাতে পারত। ভ্রমণে তার কতক্ষণ লেগেছিল?

Solution:

Let, Robi’s speed was = x mile/hour

According to questions Distance = 100 mile

$Time=\frac{distance}{speed}$ = $\frac{100}{x}$

Again, if he drives 8 miles per hour faster then, new speed = (x + 8) mile/hour And distance = 100 mile

New time= $T_{2} = \frac{100}{x+8}$

Now from the Question = $ T_{2} = \frac{5}{6}T1$

$Or, \frac{100}{8} =\frac{5}{6}(\frac{100}{x})$

Or, 5x+40=6x

So, x =40

Time taken by the trip= $\frac{100}{40}$hr =2.5h (ans)

Problem g): $\frac{\sqrt{2+x}+\sqrt{2-x}}{\sqrt{2+x}-\sqrt{2-x}}=2$

Solution:

$\frac{\sqrt{2+x}+\sqrt{2-x}}{\sqrt{2+x}-\sqrt{2-x}}=2$

Or, $\frac{\sqrt{2+x}+\sqrt{2-x}+\sqrt{2+x}-\sqrt{2-x}}{\sqrt{2+x}-\sqrt{2-x}-\sqrt{2+x}+\sqrt{2-x}}=\frac{2+1}{2-1}$

or, $\frac{2\sqrt{2+x}}{2\sqrt{2-x}} = \frac{3}{1}$

or, $\left( \sqrt{\frac{2+x}{2-x}} \right)^{2} = 3^{2}$

or, $\frac{2+x}{2-x}=9$

So, x= $\frac{8}{5}$ (ans)

Problem h) Of the three numbers, second is twice the first and is also thrice the third. If the average of the three numbers is 44, then what will be the largest number?

Solution:

Let, the 2nd number = x

1st number will be = $\frac{x}{2}$

3rd number will be =$\frac{x}{3}$

According to Question ,

$\frac{\frac{x}{2} + x + \frac{x}{3}}{3} =44$

Or, $\frac{3x+6x+2x}{6}=132$

Or, $x = \frac{132}{11}$

So, x = 72 (ans)

Question 05: নিম্নোক্ত বিষয়ে বাংলায় একটি রচনা লিখুন: “বাংলাদেশে মুক্তবুদ্ধির চর্চাঃ সমস্যা ও সম্ভাবনা”

Solution:

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের হাত থেকে বিজয় অর্জনের পর বাংলাদেশের গঠনতন্ত্রে ধর্মনিরপেক্ষতাকে বেছে নেয়া হয়েছিল। এটি সংবধিানের যে ৪টি মূলনীতি আছে তার একটি এখানেই মুক্তবুদ্ধির চিন্তার কথা বলা হয়েছে। মানুষ তার মনের বা বিবেকের বোধকে প্রকাশ করতে পারবে। এক্ষেত্রে রাষ্ট্রই তাকে অধিকার দিয়ে দিচ্ছে। মুক্ত বুদ্ধির চর্চা একটি দেশের সচেতন সমাজ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশে ইদানিং মুক্তবুদ্ধির চর্চায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। মুক্তবুদ্ধির চিন্তার ধারক ব্লগারদের নিশংস ভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে যা একটি দেশের স্বাধীন মতামত প্রকাশকে বাধা দেবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে মুক্ত বুদ্ধির চর্চার যে সাম্প্রতিক সমস্যা এটি সৃষ্টি হয়েছে মূলত সেই বিখ্যাত কবি সাহিত্যিক হুমায়ূন আজাদের মৃত্যুর মাধ্যমে। ২০০৪ সালে ফেব্রুয়ারি বই মেলা হতে ফেরার সময় তাকে কয়েকজন মুখোশধারী যুবক কুপিয়ে রক্তাক্ত করে। পরে সে জার্মানীর হাসপাতালে মৃত্যুবরণ করনে। সেখান থেকেই মুক্তমনা মানুষদের উপর হতাহতের ঘটনার শুরু হয়।

এরপর অভিজিৎ হত্যাকান্ড, ওয়াশিকুর হত্যাকান্ড ও সর্বশেষ অনন্ত হত্যাকান্ডের মাধ্যমে মুক্তমনা ব্লগারদের উপর চ প্রতিশোধের মাত্রা ফুটে ওঠে। এখন জাতির সামনে প্রশ্ন হলো, কেন এই সমস্যার উদ্ভব হলো? এর উত্তর পেতে হ আমাদের যেতে হবে প্রশ্নের গভীরে, যেখান থেকে এই সমস্যার উৎপত্তি।

বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার ছোট দেশ। Secularism নিয়ে রাষ্ট্রটির যাত্রা শুরু হলেও রাষ্ট্রটি প্রকৃত পক্ষে এখন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ধর্মকে নিয়ে রাজনীতি করেছে, ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটছে। ধর্মকে রাষ্ট্রযন্ত্রের মূলমন্ত্র হিসেবে নিয়েছে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠেছে। ফলে ধর্মকে তারা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে মুক্তমনা মানুষদের গ্রহণ করা সম্ভব নয়। তাছাড়া দেশের প্রায় ৪০% শিক্ষিত। এদের মধ্যে অনেকেই আছে যাদেরকে ধর্মের নামে ব্রেনওয়াশ করে বিপথে পরিচালিত করা সম্ভব।। এভাবে একটি গোষ্ঠী উগ্রতায় পরিণত হচ্ছে। কিছু না বুঝে দলীয় নেতার কমান্ড মানতে হত্যাকান্ড ঘটাচ্ছে যা কোনো সভ্য সমাজে এমনকি ধর্মেও কাম্য হতে পারে না।

সুতরাং এখনই সময়, জাতিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে এবং সহনশীল একটি জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার। একই সময়ে যারা মৃদুমনা ব্লগার আছেন তাদেরও উচিৎ তাদের চিন্তায় নতুনত্ব নিয়ে আসা। কেবল ধর্মকেই আঘাত করে কেন মুক্তমনা হতে হবে? এদেশের ৯০% মানুষ মুসলমান। তাই ধর্ম ছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা ও লেখালেখি করলে জাতি উপকৃত হবে।

Question 06: Translate into English.

অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে বৈষম্য দূরীকরণও সামষ্টিক অর্থনীতির লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। উচ্চমাত্রার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সাথে আয়-অসমতার সম্পর্ক জোরালো নয় বলে কোন কোন সময় প্রতীয়মান হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য সামাজিক খাতে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান ব্যবধানই প্রকৃতপক্ষে এ দু’য়ের জীবনযাত্রার মানে ব্যবধান তৈরী করে দেয়। এটা সত্যি যে, মাথাপিছু আয়ের কালানুক্রমিক বৃদ্ধির ফলে জনগনের জীবনযাত্রার মান পূর্বেকার তুলনায় অনেকখানি বেশী। এখন মনোযোগ দিতে হবে নগর ও দূরবর্তী অঞ্চলে থাকা মানুষের মধ্যে সুযোগ সুবিধার সমতা বিধান করা। আপাতদৃষ্টিতে শহুরে জীবনকে অধিক আকর্ষনীয় ও স্বস্তিদায়ক মনে হলেও গ্রামীণ এলাকার প্রকৃতিঘেষা কোলাহল ও দূষনমুক্ত পরিবেশও আমাদের ভীষণভাবে টানে। সুতরাং সময় এসেছে শহরগুলোতে যতখানি সম্ভব প্রকৃতির ছোঁয়া দেওয়া ও দূরের জনপদগুলোতে আধুনিক সুবিধা নিয়ে যাওয়া-শুধু এভাবেই আসবে কাঙ্খিত সুষম উন্নয়ন।

Solution:

Economic growth along with reducing discrimination is also considered as a macro economic aim. Sometimes it is seemed that the relationship b2n higher economic growth and income inequality is not so immense. Actually prevailing distance in education, health, communication and other social sector make the difference of living standard of rural and urban people. It is true that due to time to time increase of per capita income, standard of living is more than that of previous. Now emphasized must be given on bringing urban and distant people under the equity. Apparently it seems to us that the urban life is more attractive and comfortable. But idyllic village which is tree form noise and pollution attracts us vehemently. So time has ripen enough to give some touches on the urban and provide the rural area with some modern amenities which desired balanced development.

Question 07: Translate into Bengali.

It is a great deal easier to motivate employees in a growing organization than a declining one. When organizations are expanding and adding personnel, promotional opportunities, pay rises, and the excitement of being associated with a dynamic organization create feelings of optimism. Management is able to use the growth to entice and encourage employees. When an organization is shrinking, the best and most mobile workers are prone to leave voluntarily. Unfortunately, they are the ones the organization can least afford to lose – those with the highest skills and experience. The minor employees remain because their job options are limited. Moreover, moral also suffers during decline. People fear they may be the next to be made redundant.

Productivity often stiffen, n employees spend their time sharing rumors and providing one another with moral support rather than focusing on their jobs. For those whose jobs are secured, pay increases are rarely possible. Pal cuts, unheard of during times of growth, may even be imposed. The challenge to management is how to motivate employees under such retrenchment conditions.

Solution: একটি দুর্বল সংগঠনের তুলনায় একটি উদীয়মান সংগঠনের লোকদের প্রণোদিত করা সহজ। যখন কোনো সংগঠনের আকার বাড়তে থাকে, কর্মী নিয়োগ বাড়ে, পদোন্নতির সুবিধা থাকে, বেতন বাড়ে এবং গতিশীল কোনো সংগঠনের সাথে যুক্ত হবার উত্তেজনা থাকে তখন এক ধরনের আশা তৈরী হয়। কর্মীদের প্রলুব্ধ করতে ও উৎসাহ দিতে ব্যবস্থাপনা প্রবৃদ্ধিকে ব্যবহার করে। যখন কোন সংগঠন সংকুচিত হয়ে যায়, তখন সবচেয়ে ভালো ও ভ্রাম্যমান কর্মীদের কাজ ছেড়ে দেয়ার প্রবণতা থাকে। দুর্ভাগ্যবশত তারাই সেই কর্মী যাদেরকে উচ্চ দক্ষ কর্মীদের তুলনায় সংগঠন ত্যাগ করতে খুব কম চেষ্টা করে। অল্প কিছু কর্মী থাকে, কারণ তাদের চাকুরীর সুযোগ সীমিত। অধিকন্তু এসময় মনোবলও ভেঙে যায়। তাদের ভাবনায় তখন ছাটাই চিন্তা থাকে। এসময় উৎপাদনও ক্ষতিগ্রস্থ হয় কেননা এসময় কর্মীরা নানা ধরনের গুজব নিয়ে সময় নষ্ট করে, তদের প্রকৃত কাজ না করে। এদের মধ্যে যাদের চাকুরী স্থায়ী, তাদের বেতন খুব কমই পড়ে বেতন হ্রাস, প্রবৃদ্ধির সময়ের বাড়ন্ত পরিশ্রম আরোপ করা হতে পারে। এই ধরনের সংকোচনের সময় ব্যবস্থাপনা কিভাবে উদ্বুদ্ধ করে সটাই ব্যবস্থাপনাদের জন্য চ্যালেঞ্জ।

Question 08: Write short notes on the following:

a) Earthquake in Nepal

b) New Development Bank

c) বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো।

d) ক্রিকেটে বাংলাদেশের সাফল্য।

Solution a)

Earthquake in Nepal

25 April this year a devastating earth shocking had taken place in Himalaya daughter Nepal. Till now about 8 thousand people have been died due to this cursed trembling. The 7.8 magnitude earthquake’s source was Pokhara in Nepal according to the USGS an American survey org. the govt. of the dilapidated country announced emergency. Several govt. of the world have been seeding humanitarian assistance to provide the shocking stricken people. But these are minimal to meet their demand. People of Nepal are passing their days in extreme uncertainly.

Solution: b)

New Development Bank:

The name of the new development bank is BRICS. The five emerging economy in the word namely Brazil, Russia, India, China & South Africa are the funding members of the bank. The bank was established with a view to develop the respective country’s economic development. Its primary paid up capital was $50 billion and its head quarter was established in China, Shanghai. The other world leaders see the bank’s launching as the alternative of World Bank and international monetary fund.

Solution: c)

বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো:

বাংলাদেশে দুই ধরনের স্থানীয় সরকার কাঠামো রয়েছে। (ক) গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো (খ) শহর অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামোকে ৩টি স্তরে ভাগ করা যায়ঃ ১. জেলা পরিষদ।

২. উপজেলা পরিষদ।

৩. ইউনিয়ন পরিষদ।

উল্লেখ্য ইউনিয়ন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চেয়ারম্যানগন জনগণের প্রত্যক্ষ ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এদের সাথে অন্যান্য সদস্য গণও ৫ বছরের জন্য জনগন কর্তৃক মনোনীত হয়। শহর অঞ্চলের স্থানীয় সরকার মূলত দুই ধরনের।

ক) পৌরসভা এবং

খ) সিটি করপোরেশন।

প্রতিটি ওয়ার্ডের জনগণের প্রতক্ষ্য ভোটে ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রগণ ৫ বছরের জন্য নির্বাচিত হন। স্থানীয় উন্নয়ন কাজে তারা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Solution: d)

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য।

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট টিম অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবারই প্রথম বাংলাদেশ টিম ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে পরাভূত করে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। এছাড়া সেমিফাইনালেও খেলার গৌরব অর্জন করত যদি সেই বিতর্কিত ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসত। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ প্রথম বারের মতো শক্তিশালী পাকিস্তান ক্রিকেট টিমকে ওয়ানডে ও টি-২০ তে White wash করেছে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম। তাই বলাই যায় যে বাংলাদেশের ক্রিকেটে সফলতার হার দিন দিন বেড়েই চলেছে।

Write Reply...