ফরাসি বিপ্লবের সময়কাল : ১৭৮৯-১৭৯৯
প্রেক্ষাপট: ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ফরাসি রাজা ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। ফলে, ফরাসি কোষাগার শূন্য হয়ে পড়ে। তাই রাজা ধনীদের কাছ থেকে ঋণ নেয় এবং উচ্চ কর আরোপ করে। ধনীরা এর বিনিময়ে রাজ্যের অংশ দাবি করে। রাজা দিতে অস্বীকৃতি জানালে ধনীরা গরিবদের নিয়ে ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অবস্থিত বাঞ্জিল দুর্গের (তৎকালীন কারাগার, বর্তমানে জাদুঘর) পতন ঘটায় এবং বিপ্লবের সূত্রপাত ঘটে। ধনীদের বিপ্লব হওয়ায় এই বিপ্লবের অপর নাম বুর্জোয়া বিপ্লব বা Elite Revolution. ১৭৯৯ সালে নেপোলিওন ৩০ বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলে বিপ্লবের সমাপ্তি ঘটে।
ফরাসি বিপ্লবের সময়কাল : ১৭৮৯-১৭৯৯
প্রেক্ষাপট: ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ফরাসি রাজা ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। ফলে, ফরাসি কোষাগার শূন্য হয়ে পড়ে। তাই রাজা ধনীদের কাছ থেকে ঋণ নেয় এবং উচ্চ কর আরোপ করে। ধনীরা এর বিনিময়ে রাজ্যের অংশ দাবি করে। রাজা দিতে অস্বীকৃতি জানালে ধনীরা গরিবদের নিয়ে ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অবস্থিত বাঞ্জিল দুর্গের (তৎকালীন কারাগার, বর্তমানে জাদুঘর) পতন ঘটায় এবং বিপ্লবের সূত্রপাত ঘটে। ধনীদের বিপ্লব হওয়ায় এই বিপ্লবের অপর নাম বুর্জোয়া বিপ্লব বা Elite Revolution. ১৭৯৯ সালে নেপোলিওন ৩০ বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলে বিপ্লবের সমাপ্তি ঘটে।