Problem: এক ব্যক্তি ঘোড়ায় চড়ে প্রতি মিনিটে ২৫০ মিটার বেগে ভ্রমন করে । প্রতি ১০ কিলোমিটার অস্তর অস্তর ঘোড়া বদলাবার জন্য তার ৫ মিনিট সময় ব্যয় হয় । ৮০ কিলোমিটার দূরত্বের কোন গম্ভব্যে পৌছাতে তার কত সময় লাগবে?
View all: SONALI BANK | OFFICER | WRITTEN MATH QUESTION SOLVE | 2010
Correct Answer: ৫ ঘণ্টা ৫৫ মিনিট
Explanation:
আমরা জানি, ১০০০ মিটার ₹ ১ কিলোমিটার
২৫০ মিটার =$\frac{২৫০}{১০০০}$ = $\frac{১}{৪}$ মিটার
এখন, লোকটি $\frac{১}{৪}$ কিলোমিটার যায় – ১ মিনিটে
লোকটি ১ কিলোমিটার যায় = $\frac{৪x১ }{১}$ মিনিটে
লোকটি ৮০ কিলোমিটার যায় =8 x ৮০ = ৩২০ মিনিটে ।
লোকটি ১০ কিলোমিটার অস্তর ঘোড়া বদলাবার জন্য ৫মিনিট সময় ব্যয় করে।
আর ৮০ কিলোমিটার এর সময়ে গম্ভব্যে পৌঁছে যাবে বলে লোকটি $\frac{৭০}{১০}$ = ৭ বার ।আর এই ৭ বার ঘোড়া বদলানোর জন্য ৫ মিনিট করে মোট (৭ x৫) = ৩৫ মিনিট ব্যয় করবে ।গম্তব্যে পৌছাতে মোট সময় লাগবে (৩২০ + ৩৫) = ৩৫৫ মিনিট ।
= $\frac{৩৫৫}{৬০}$ (যেহেতু ৬০ মিনিটে ১ ঘণ্টা)
= ৫ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগবে ।