Problem: প্যারিস থেকে হেলেনার বাড়ির দূরত্ব ৩৫৫ কিমি ৷ হেলেনা ভেবে দেখল সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সম্তায় সে জাহাজে করে বাড়ি যেতে পারবে । তাই হেলেনা জাহাজে প্যারিস থেকে বাড়ি রওয়ানা হলো । কিন্তু ৩১৯ কিমি যাওয়ার পরে জাহাজ নষ্ট হয়ে গেলে হেলেনা বাকি পথ ছোট নৌকায় গেল । জাহাজের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও ছোট নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা হলে বাড়ি পৌছাতে হেলেনার মোট কত সময় লাগল?
View all: KARMASHANAGS BANK (CASH) OFFICER | WRITTEN QUESTION (MATH) SOLVE | 2015
Correct Answer: ২০.৫ ঘণ্টায়
Explanation:
দেওয়া আছে, প্যারিস থেকে হেলেনার বাড়ির দূরত্ = ৩৫৫ কিলোমিটার
জহাজে গেল =৩১৯ কিলোমিটার
ছোট নৌকায় = ৩৫৫ – ৩১৯ =৩৬ কিলোমিটার
জাহাজে ২২ কিলোমিটার যায় = ১ ঘণ্টায়
জাহাজে ১ কিলোমিটার যায় =$\frac{১}{২২}$ =১ ঘণ্টায়
জাহাজে ৩১৯ কিলোমিটার যায় $\frac{৩১৯}{২২}$$ =১৪.৫ ঘণ্টায়
আবার, ছোট নৌকায় ৬ কিলোমিটার যায় = ১ ঘন্টায়
ছোট নৌকায় ১কিলোমিটার যায় =$\frac{১}{৬}$ ঘণ্টায়
ছোট নৌকায় ৩৬ কিলোমিটার যায় =$\frac{৩৬}{৬}$ ঘণ্টায়
মোট সময় লাগে = ১৪.৫ + ৬ = ২০.৫ ঘণ্টায়