Problem: একটি যৌথ কারবারে ক, খ ও গ এর মূলধন যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা । খ সক্রিয় অংশীদার যার মাসিক বেতন ৩০০ টাকা । বছর শেষে ৯০০০ টাকা (খ এর বেতনসহ) লাভ হলে কে কত টাকা পাবে?
View all: PRIME BANK(AB) | WRITTEN QUESTION (MATH) SOLVE | 1996
Correct Answer: উত্তরঃ ক পাবে ১২০০ টাকা, থখ পাবে ৫৪০০ টাকা এবং গ পাবে ২৪০০ টাকা ।
Explanation:
কঃখঃগ =১0000ঃ১৫০০০ঃ২০০০০=১০ঃ১৫ঃ২০=২ঃ৩ঃ৪
অনুপাত গুলোর যোগফল = (২ + ৩ + ৪) =৯
খ এর মাসের বেতন =৩০০ টাকা
খ এর ১২ মাসের বেতন = (৩০০ x ১২) = ৩৬০০ টাকা
খ এর বেতন বাদ দিলে মোট লাভ থাকে = (৯০০০ – ৩৬০০) = ৫৪০০ টাকা
ক এর লভ্যাংশ ৫৪০০ এর$\frac{2}{৯}$ = ১২০০ টাকা
খ এর লড্যাংশ ৫৪০০ এর$\frac{৩}{৯}$= ১৮০০ টাকা
গ এর লভ্যাংশ ৫৪০০ এর $\frac{৪}{৯}$ =২৪০০ টাকা
সুতরাং ক পাবে ১২০০ টাকা, খ পাবে (১৮০০ + ৩৬০০) = ৫৪০০ টাকা এবং গ পাবে ২৪০০ টাকা ।