Problem: একজন লোক ৫% হার সুদে ৫০০ টাকা ধার করল এবং কিছুকাল পরে ৩.৫% হার সুদে আরও ৪০০ টাকা ধার করেন। দ্বিতীয় ধার নেয়ার ৬ মাস পরে তিনি উভয় ধার সুদে মূলে ৯৯৪.৫০ টাকায় শোধ করেন। প্রথম ধার নেয়ার কতদিন পরে তিনি এ ধার শোধ করেন?
View all: KARASNANGHINA BANK SENIOR OFFICER (SO) | WRITTEN QUESTION (MATH)(KB) SOLVE | 2013
Correct Answer: উত্তরঃ ৩.৫ বছরে ।
Explanation:
মোট মুলধন = (৫০০ + ৪০০) = ৯০০ টাকা
মোট সুদ = (৯৯৪.৫০ – ৯০০) = ৯৪.৫০ টাকা
আমরা আনি, সুদ, = আসল x হার x সময় =$৪০০\times \frac{৩.৫}{১০০}\times \frac{১}{২}$
৫০০ টাকার সুদ = (৯৪.৫০ – ৭) = ৮৭.৫০ টাকা
৫% হার সুদে ৫০০ টাকার ১ বছরের সুদ হয় = ৫ x ৫ = ২৫ টাকা
২৫ টাকা মুদ হয় ১ বছরে
৮৭.৫০ টাকা সুদ হয় $\frac{৮৭.৫০}{২৫}$ = ৩.৫ বছরে