Sultana’s Dream (সুলতানার স্বপ্ন) ইংরেজিতে লেখা উপন্যাস।‘সুলতানার স্বপ্ন’ (১৯০৫) উপন্যাসটি বেগম রোকেয়া রচিত একটি ব্যতিক্রমধর্মী, সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে পরিগণিত। এটি নারীবাদী কল্পকাহিনী জাতীয় উপন্যাস। এ উপন্যাসে সুলতানা এক রাতে দেখা স্বপ্নে এমন একটি সমাজ ব্যবস্থার কল্পনা করেছেন যেখানে নারী ও পুরুষের ভূমিকা বদলে যাবে। নারীরা হবে সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল নিয়ন্ত্রক, তারা ঘরের বাইরের কাজ সামলাবে। আর পুরুষেরা নারীর ভূমিকায় থেকে অভ্যন্তরীণ গৃহস্থালি কাজ কর্ম করবে। উপন্যাসের নায়িকা সুলতানার কল্পিত সেই স্বপ্নরাজ্য হবে নারীদের জন্য একটি আদর্শ বসবাসের জায়গা যা নারীস্তান নামে পরিচিতি পাবে। এ চেতনাই উপন্যাসটির মূল উপজীব্য।
Sultana’s Dream (সুলতানার স্বপ্ন) ইংরেজিতে লেখা উপন্যাস।‘সুলতানার স্বপ্ন’ (১৯০৫) উপন্যাসটি বেগম রোকেয়া রচিত একটি ব্যতিক্রমধর্মী, সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে পরিগণিত। এটি নারীবাদী কল্পকাহিনী জাতীয় উপন্যাস। এ উপন্যাসে সুলতানা এক রাতে দেখা স্বপ্নে এমন একটি সমাজ ব্যবস্থার কল্পনা করেছেন যেখানে নারী ও পুরুষের ভূমিকা বদলে যাবে। নারীরা হবে সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল নিয়ন্ত্রক, তারা ঘরের বাইরের কাজ সামলাবে। আর পুরুষেরা নারীর ভূমিকায় থেকে অভ্যন্তরীণ গৃহস্থালি কাজ কর্ম করবে। উপন্যাসের নায়িকা সুলতানার কল্পিত সেই স্বপ্নরাজ্য হবে নারীদের জন্য একটি আদর্শ বসবাসের জায়গা যা নারীস্তান নামে পরিচিতি পাবে। এ চেতনাই উপন্যাসটির মূল উপজীব্য।