Source: শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক-০৯.১২.২০১১
Answer: অবরোধবাসিনী
Explanation:
Suvrato Biswas
October 18, 2023 at 5:06 am
‘অবরোধবাসিনী’ বেগম রোকেয়া রচিত গদ্যগ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর মাধ্যমে লেখক বাস্তব দৃষ্টান্ত সহকারে তৎকালীন সমাজে প্রচলিত পর্দা-প্রথার নামে অহেতুক বাড়াবাড়ি ও এর সামাজিক প্রভাবগুলো তুলে ধরেছেন অনেকটা হাস্যরসের মাধ্যমে। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- মতিচূর (প্রবন্ধ); উপন্যাস— সুলতানার স্বপ্ন, পদ্মরাগ । অন্যদিকে, ভাষা ও সাহিত্য (প্রবন্ধ) – মুহম্মদ আবদুল হাই, আয়না (গল্পগ্রন্থ) – আবুল মনসুর আহমদ; লালসালু (১৯৪৮)– সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।
‘অবরোধবাসিনী’ বেগম রোকেয়া রচিত গদ্যগ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর মাধ্যমে লেখক বাস্তব দৃষ্টান্ত সহকারে তৎকালীন সমাজে প্রচলিত পর্দা-প্রথার নামে অহেতুক বাড়াবাড়ি ও এর সামাজিক প্রভাবগুলো তুলে ধরেছেন অনেকটা হাস্যরসের মাধ্যমে। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- মতিচূর (প্রবন্ধ); উপন্যাস— সুলতানার স্বপ্ন, পদ্মরাগ । অন্যদিকে, ভাষা ও সাহিত্য (প্রবন্ধ) – মুহম্মদ আবদুল হাই, আয়না (গল্পগ্রন্থ) – আবুল মনসুর আহমদ; লালসালু (১৯৪৮)– সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।