রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে নাট্যকার ও নাট্যাভিনেতা ছিলেন। তাঁর বিখ্যাত কৌতুক নাটক ও প্রহসনগুলোবৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা, গোড়ায় গলদ, মায়ার খেলা প্রভৃতি। এক আত্মভোলা সহজ-সরল বৃদ্ধের কাহিনিকে কেন্দ্র করে ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকে জমে উঠে নানা কৌতুকময় ঘটনা । প্রসঙ্গত, বৈকুণ্ঠের উইল (উপস্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উল্লিখিত, জামাই বারক (প্রহসন)- দীনবন্ধু মিত্র হিতে বিপরীত (প্রহসন) – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিবাহ বিভ্রাট (প্রহসন)- অমৃতলাল বসু।
Articles
0
Comments
Rating
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে নাট্যকার ও নাট্যাভিনেতা ছিলেন। তাঁর বিখ্যাত কৌতুক নাটক ও প্রহসনগুলোবৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা, গোড়ায় গলদ, মায়ার খেলা প্রভৃতি। এক আত্মভোলা সহজ-সরল বৃদ্ধের কাহিনিকে কেন্দ্র করে ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকে জমে উঠে নানা কৌতুকময় ঘটনা । প্রসঙ্গত, বৈকুণ্ঠের উইল (উপস্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উল্লিখিত, জামাই বারক (প্রহসন)- দীনবন্ধু মিত্র হিতে বিপরীত (প্রহসন) – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বিবাহ বিভ্রাট (প্রহসন)- অমৃতলাল বসু।