Source: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক-১২.০১.২০০৭
Answer: সনেট - এর প্রবর্তন
Explanation:
সনেট শব্দটির উৎপত্তি ইতালীয় শব্দ সনেটো (Sonnetto) থেকে। ১৪ অক্ষর বিশিষ্ট ১৪ চরণের বিশেষ গঠনপদ্ধতির চতুর্দশপদী কবিতাকে সনেট বলে। সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রাক। বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর রচিত প্রথম তথা বাংলা সাহিত্যের প্রথম সনেট ‘বঙ্গভাষা’। মাইকেল মধুসূদন দত্ত রচিত সনেট সংকলন ‘চতুর্দশপদী কবিতাবলি’ (১২০টি সনেটের সংকলন)। মধুসূদনের হাত ধরেই বাংলা সাহিত্য সনেট রচনার সূত্রপাত বিধায় তাঁকে বাংলা সনেটের প্রবর্তক বলা হয়। মধুসূদন রচিত কয়েকটি বিখ্যাত সনেট— বঙ্গভাষা, কপোতাক্ষ নদ, আত্মবিলাপ ইত্যাদি।