Source: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী ২৯. ০৩. ২০১৯
Answer: আলালের ঘরের দুলাল
Explanation:
Suvrato Biswas
February 4, 2024 at 5:50 am
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- ‘আলালের ঘরের দুলাল (১৮৫৮)’ উপন্যাসটি রচনা করেন প্যারীচাঁদ মিত্র। এজন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়। তাঁর ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর। এ উপন্যাসের চরিত্রমতিলাল ও ঠকচাচা । প্রসঙ্গত, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) রচনা করেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- ‘আলালের ঘরের দুলাল (১৮৫৮)’ উপন্যাসটি রচনা করেন প্যারীচাঁদ মিত্র। এজন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়। তাঁর ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর। এ উপন্যাসের চরিত্রমতিলাল ও ঠকচাচা । প্রসঙ্গত, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) রচনা করেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।