Source: শ্রম অধিদপ্তরে শ্রম কর্মকর্তা এবং জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-০৩.১০.২০০৩
Answer: সেন্ট হেলেনা
Explanation:
Md. Ashifur Rahaman
November 29, 2023 at 1:47 pm
নেপোলিওন বোনাপার্ট (Napoleon Bonaparte):
ফ্রান্সের সাবেক জেনারেল ও সম্রাট নেপোলিওন ১৭৬৯ সালে ফ্রান্সের মালিকানার ভূ-মধ্য সাগরের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্ততাকারী এবং ‘কনফেডারেশন অব রাইন’ এর রক্ষকও ছিলেন। ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলেও ১৮০৪ সালে নিজেকে সম্রাট বলে দাবি করেন। তিনি ১৮০৫ থেকে ১৮১৪ পর্যন্ত এবং ১৮১৫ সালে দ্বিতীয় মেয়াদে ইতালীয় সম্রাট হন। ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ০৮ জুলাই পর্যন্ত ইতিহাসের বিখ্যাত Hundred Days নামক অভিযান পরিচালনা করেন। বোনাপার্ট পরিবারের নেপোলিওন ইতালিতে ‘লিটল কর্পোরাল’ খেতাবে ভূষিত হন। ১৮১৪ সালে নেপোলিয়নকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, পরে ১৮১৫ সালে ‘ওয়াটার লু’ যুদ্ধে ইংল্যান্ডের ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির কাছে পরাজিত হলে ব্রিটিশ মালিকানার আটলান্টিকের দ্বীপ ‘সেন্ট হেলেনায়’ নির্বাসিত হন এবং সেখানেই ১৮২১ সালে মারা যান।
উক্তি: Give me a good mother, I will give you a good nation.
নেপোলিওন বোনাপার্ট (Napoleon Bonaparte):
ফ্রান্সের সাবেক জেনারেল ও সম্রাট নেপোলিওন ১৭৬৯ সালে ফ্রান্সের মালিকানার ভূ-মধ্য সাগরের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্ততাকারী এবং ‘কনফেডারেশন অব রাইন’ এর রক্ষকও ছিলেন। ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলেও ১৮০৪ সালে নিজেকে সম্রাট বলে দাবি করেন। তিনি ১৮০৫ থেকে ১৮১৪ পর্যন্ত এবং ১৮১৫ সালে দ্বিতীয় মেয়াদে ইতালীয় সম্রাট হন। ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ০৮ জুলাই পর্যন্ত ইতিহাসের বিখ্যাত Hundred Days নামক অভিযান পরিচালনা করেন। বোনাপার্ট পরিবারের নেপোলিওন ইতালিতে ‘লিটল কর্পোরাল’ খেতাবে ভূষিত হন। ১৮১৪ সালে নেপোলিয়নকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, পরে ১৮১৫ সালে ‘ওয়াটার লু’ যুদ্ধে ইংল্যান্ডের ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির কাছে পরাজিত হলে ব্রিটিশ মালিকানার আটলান্টিকের দ্বীপ ‘সেন্ট হেলেনায়’ নির্বাসিত হন এবং সেখানেই ১৮২১ সালে মারা যান।
উক্তি: Give me a good mother, I will give you a good nation.