নাটক ও প্রহসনের উদ্ভব ও বিকাশ [বিস্তারিত]

তারাচরণ শিকদার 

ভদ্রার্জুন: একটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক 

যোগেন্দ্র গুপ্ত 

কৃত্তিবাস: বাংলা নাট্য সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক 

রামনারায়ন তর্করত্ন 

কুলীনকুলসর্বস্ব , কোথাও ভ্রমণে রচিত,  বেণীসংহার , যে যেমন কর্ম তেমন ফল,   

প্রহসন- উভয় সংকট 

মাইকেল মধুসূদন দত্ত 

১ শর্মিষ্ঠা (1859)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।এটি কবি কালিদাস কে উৎসর্গ করেন 

 চরিত্র- যযাতি, দেবযানী ,শর্মিষ্ঠ ,  মাধব ও পূর্ণিমা, রাজমন্ত্রী 

২ পদ্মাবতী (1860)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটকের দ্বিতীয় অংকের দ্বিতীয় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন। গ্রীক পুরাণের দেবী জুনু প্যালেস ভেনাসের রূপায়িত হয়েছে সচি মুরুজা রতি নামে। হেলেন অব প্যারিস করেছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে।তিনি দেবীর মধ্যে রতিকে শ্রেষ্ঠ মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী বিচার করার  অন্য দুই দেবী ইন্দ্রনীলের উপর রুষ্ট হন ফলে ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নেমে আসে পরে দেবী রতির প্রচেষ্টা ইন্দ্রনীল উদ্ধার হন এবং স্ত্রী পদ্মাবতীর সাথে মিলন ঘটে

৩ কৃষ্ণকুমারী (1861)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি 

চরিত্র- কৃষ্ণকুমারী ,মদনিকা ,  ভীমসিংহ , বিলাসবর্তী 

 ৪ মায়াকানন (1874)– এটি তাঁর রচিত সর্বশেষ বিয়োগাত্মক নাটক। এটি শেষ করতে পারেননি তিনি এটি সমাপ্ত করেন ভুবন চন্দ্র মুখোপাধ্যায় 

গিরিশচন্দ্র ঘোষ 

প্রফুল্লঃ লেখক এর প্রথম শ্রেষ্ঠ ও বৃহত্তম নাটক 

গিরিশচন্দ্র ঘোষের অন্যান্য নাটকঃ সীতার বনবাস, সীতাহরণ ,  সিরাজউদ্দৌলা 

দীনবন্ধু মিত্র

১  নীলদর্পণ (1860)- এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ । এ নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা মেরেছিলেন নাটকটির ঘটনা রচনা মুদ্রণ প্রকাশ মঞ্চায়ন সবকিছুই বাংলাদেশের হয় বলে একে বাংলাদেশের নাটক বলা হয় 

 ২  জামাই বারিক (1872)- প্রশ্ন ধর্মী নাটকটি 14 ই ডিসেম্বর 1872 সালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় বিন্দুবাসিনী উপগ্রহ এবং দুই স্ত্রীর বৃত্তান্ত এ নাটকের মূল বিষয় এ নাটকে দেখা যায় সেসময় দিনের বেলায় স্ত্রীর সাথে দেখা করার কোনো সুযোগ ছিল না ফলে আমাদের ডাক পড়তো অন্তঃপুরে 

উল্লেখযোগ্য চরিত্র- বিজয় কুমার ,  কামিনী , বাগলা , বিন্দুবাসিনী 

৩ কমলে কামিনীঃ নাটকটি 20 ডিসেম্বর 1873 সালের কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ করা হয় এ নাটকটির কাছরা অঞ্চলের অভিজাত কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষদের আখ্যান সম্পর্কে

চরিত্র -শশাঙ্ক ,  শেখর , গান্ধারী,  সুশীলা,  সুরবলা

৪ নবীন তপস্বিনী

৫  লীলাবতী 

মীর মোশারফ হোসেন 

১ বসন্তকুমারী (1873)- এটি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান রচিত নাটক বৃদ্ধ রাজা সিংহের যুবতী স্ত্রী-রেবতী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহ কে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যান হয় ষড়যন্ত্র শুরু করে পরিনাম এর সমস্ত পরিবারকে ধ্বংস হয়ে যায় এই নাটকটি মীর মোশারফ হোসেন আব্দুল লতিফকে উৎসর্গ করেন 

২ বেহুলা গীতাভিনয় (1889)- এতে ইংরেজ শাসনের প্রকৃত স্বরূপ উন্মোচন করে তাদের প্রতিবাদ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন 

৩ জমিদার দর্পণ

৪  নিয়তি কি অবনতি

৫  টালা অভিনয় 

দ্বিজেন্দ্রলাল রায় 

ঐতিহাসিক নাটক – 

১ শাহজাহান- ধনধান্য পুষ্প ভরা গানটি নাটকের এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক 

  নুরজাহান 

৩ প্রতাপ সিংহ 

৪ দুর্গাদাস 

৫ তারাবোই 

৬ তাপসী 

৭ মোবারক পতন

৮ সিংহল বিজয় 

৯ চন্দ্রগুপ্ত- গ্রিক ও ভারতীয় সম্পর্কে একটি বিশেষ মুহূর্তে নাটকের পটভূমি 

রোমান্টিক পৌরাণিক নাটকঃ সীতা ,  ভীষ্ম  ,সোহরাব রুস্তম 

সামাজিক নাটকঃ ,পরপারে , বঙ্গনারী 

কাব্যনাট্য- পাষাণী 

নকশা ও প্রহসন – কল্কি অবতার , বিরহ , এক ঘরে , ত্রাহস্পর্শ ,প্রায়শ্চিত্ত,পুনর্জন্ম , আনন্দ বিদায় 

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের মোট নাটক 29 টি ও কাব্যনাট্য 19 টি 

রূপক ও সাংকেতিক নাটকঃ 

১ বাল্মিকী প্রতিভা (1881)- এটি তার প্রথম প্রকাশিত নাটক। এটি তার গীতিনাট্য অধিকাংশের মতে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক রুদ্রচন্ড কিন্তু রুদ্রচন্ড নাটক নয়না টিকা রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন 

রূপক সাংকেতিক নাটক 

২ ডাকঘর (1911)- নাটকের নায়ক ওমর ঘরের মধ্যে বন্দি এক রুগ্ন বালক তার ধারণা সে একদিন বাইরে যাবে এবং তার নামে রাজার চিঠি আসবে বিষয় লোকেরা তাকে উপহাস করত কিন্তু একদিন সত্যি সত্যি রাজা হলেন 

চরিত্র- অমল 

৩ কালের যাত্রা (1932)- এটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন 

৪ তাসের দেশ (1933)- রাজপুত্র ও সদাগর পুত্র এক অপরিচিত দেশে পৌঁছে দিতে জীবন শাসিত হয় যান্ত্রিকতায় যুক্তিও হৃদয়হীন শাসনতন্ত্রের রাজা ওর স্বাধীনভাবে বসবাসের জন্য করেন এটাই নাটকের মূল বিষয়টি রবীন্দ্রনাথের নেতাজি সুভাষচন্দ্র কে উৎসর্গ করেন,

রবীন্দ্রনাথের অন্যান্য রূপক ও সাংকেতিক নাটকঃ প্রকৃতি প্রতিশোধ ,  রাজা ও রানী,,রাজা ,অচলায়তন,রক্তকরবী

নৃত্যনাট্যঃ এ নাটকের মূল বৈশিষ্ট্য হলো গীতি  নির্ভর নাট্য ধর্মীয় নৃত্য । বিভিন্ন কাহিনী অবলম্বনে নির্মিত হয়

১ চিত্র দাঙ্গা (1892)– মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদাকে প্রেমের কাহিনী অবলম্বনে রচিত নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত 

২ নটীর পূজা (1926) রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী অন্তর্গত পূজারিণী কবিতা অবলম্বনে নাটকটি রচনা করেন এ নাটকে প্রথম অভিনয় এর সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটে 

৩ চণ্ডালিকা (1933)- প্রকৃতি একজন না সে কিভাবে তার মায়ের সাহায্যে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রভাবিত করেছিল সেই কাহিনী এর মূল বিষয়

৪ শ্যামা-

কাব্যনাট্যঃ 

প্রকৃতির প্রতিশোধ ,মায়ার খেলা ,বিদায় অভিশাপ 

গীতিনাট্য-

১ বসন্তঃ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন অনেকেই বিষয়টি সহজে মেনে নিতে পারেননি এ প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন নজরুল ইসলামকে আমি করেছি এবং উৎসর্গ পত্রে আমি তাকে কি বলে অভিহিত করেছি জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারেননি আমার বিশ্বাস তোমরা নজরুলের কবিতা না পড়ায় এই মনোভাব পোষন করেছো সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাধা যায় তখন সেখানে ঝংকার সৃষ্টি হয় তখন তাকে প্রকাশ করবে বৈকি আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমের বাজত

২ কালমৃগয়া 1822 

রবীন্দ্রনাথের অন্যান্য নাটক- শারোদৎসব , প্রায়শ্চিত্ত ,  মুক্তধারা 

প্রহসন 

১ বৈকুন্ঠের খাতা (1897) –এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধকে ঘিরে গড়ে উঠেছে নানা কৌতুক ঘটনা যা প্রহসনের মিলন বিষয় এটি কৌতুক প্রকৃতির প্রহসন 

২ চিরকুমার সভা (1926)– রবীন্দ্রনাথ ঠাকুর 1900 -1901 সাল পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় প্রজাপতির নির্বন্ধ নামটি রচনা করেন পরবর্তীতে এটি 1908 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় এক যুবকের বিয়ে না করার প্রতিজ্ঞা এবং পরে প্রতিজ্ঞা ভঙ্গের কৌতুকের কাহিনী নিয়ে রচিত 

রবীন্দ্রনাথের অন্যান্য প্রহসনঃ গোড়ায় গলদ ,   হাস্যকৌতুক , শেষরক্ষা 

জসীমউদ্দীন

১  বেদের মেয়ে 1951- একটি গীতিনাট্য 

২ পদ্মাপার 

৩ মধুমালা

৪  পল্লীবধূ 

৫ গ্রামের মায়া 

৬ বাঁশের বাঁশি 

বন্দে আলী মিয়া 

মসনদ 

নুরুল মোমেন 

১ রূপান্তর (1947)- এটি কার রচিত প্রথম নাটক এটি ঢাকা বেতারে প্রচার হয়েছিল 

২ নেমেসিস (1948)- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নয়ন আধুনিক শিক্ষায় শিক্ষিতদের কাছে বংশমর্যাদাকে সুরুচি বরং কাম্য ।আধুনিক শিক্ষায় শিক্ষিতদের বর্তমান যুগের নয়া খন্দন হিসেবে বিবেচিত

৩  আলোছায়া (1962)– ভালো-মন্দ ভালো-মন্দের প্রতিকার আলোছায়া ভালো মন্দ ছিল আছে ও থাকবে ভালো ভালো প্রভাব যার মধ্যে আছে সেই স্মরণীয় থাকবে কাল বা ছায়া প্রদানকারী দাবি স্মৃতির অতলে হারিয়ে যাবে এটি 

এ নাটকের চরিত্র- জামিল , জাহানারা , সুলতান 

৪ আইনের অন্তরালে 

৫ যেমন ইচ্ছা তেমন 

৬ শতকরা আশি

বুদ্ধদেব বসু 

মায়া মালঞ্চ ,  তপস্বী ও তরঙ্গিনী ,  কলকাতার ,  ইলেক্ট্রা ও সত্যসন্ধ 

মানিক বন্দ্যোপাধ্যায়

 ভিটেমাটি 

শওকত ওসমান

আমলার মামলা ,  কাঁকর মণি  , বাগদাদের কবি ,  জন্ম-জন্মান্তর , পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা 

কাজী আবদুল ওদুদ 

পথ বিপথ ,  মানব বন্ধু 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

পথের ডাক ,  দুই পুরুষ , দ্বীপান্তর 

আবুল ফজল

 কায়েদে আজম ,  প্রগতি ,  স্বয়ম্বরা 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 ষোড়শী ,  বিজয় ,  রমা

কাজী নজরুল ইসলাম

 ঝিলিমিলি -এটি ঝিলিমিলি সেতুবন্ধ ও শিল্পী এই তিনটি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ 

 কাজী নজরুল ইসলামের অন্যান্য নাটকঃ আলেয়া , মধুমালা , পুতুলের বিয়ে 

সৈয়দ ওয়ালীউল্লাহ 

১ বহিপীর (1960)- এ নাটকের ধর্ম কিভাবে ভন্ড বহিপীর নিজের সুবিধার্থে কাজে লাগিয়েছে তার প্রতি উঠেছে চরিত্র বহিপীর তাহেরা হাতেম হাশেম 

২ তরঙ্গভঙ্গ (1966)- অস্তিত্বের সংকটে নিপতিত মানুষের অন্তর্গত আর্তনাদ শব্দরূপে সেনা এ নাটকের চরিত্র আমেনা মতলব আলী 

৩ সুরঙ্গ (1964)- এ নাটকে মানুষের চেতনার গভীর আস্থা লোভ-লালসা ঘৃণায় শাকের উপকার হয় তুলে ধরেছেন 

৪ উজানে মৃত্যু (1966)-আধুনিক সভ্যতার অন্তঃসারশূন্যতার ক্লান্তিকর পথ পরিক্রমা নিরাশাবাদী ভাব কিন্তু সুখের জন্য অসীম প্রতীক্ষা যা শেষ হবার নয় এগুলি এ নাটকের বিষয়বস্তু এটি একটি অ্যাবসার্ড নাটক 

 মুনীর চৌধুরী 

১ রক্তাক্ত প্রান্তর (1962)- এটি তাঁর রচিত প্রথম নাটক পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী আরোপযোগ্য নাট্যকার ইতিহাস থেকে নাটকের কোন কাহিনী গ্রহণ করেনি তাই খোপা গ্রথিত মহাশ্মশান থেকে এর কাহিনী গ্রহণ করেছেন চরিত্র জোহরা ইব্রাহিম কার্দি 

২ কবর(1966)- 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি রচিত প্রথম নাটক চরিত্র ইন্সপেক্টর হাফিজ গোরখোদক ও মুরদা ফকির

 ৩ মানুষ (1947)- 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে রচিত নাটকের এখানে ধর্মের ঊর্ধ্বে মানবিকতাকে স্থান দিয়েছেন

৪  দণ্ডকারণ্যঃ নাটক তৃতীয় খণ্ড রচিত দণ্ড , দণ্ডধর, দণ্ডকারণ্য 

৫ নষ্টছেলে:(1950) এটি একটি রাজনৈতিক চেতনা সম্পন্ন নাটক

৬  চিঠি 

৭ পলাশী ব্যারাক ও অন্যান্য

৮ রাজার জন্মদিন 

অনুদিত নাটক 

১ কেউ কিছু বলতে পারে নাঃ এটি জর্জ বার্নার্ড শ এর ইউ নেভার ক্যান টেল এর অনুবাদ

২  রূপার কৌটাঃ এটি ওয়ার্ড ইজ দা সিলভার বক্স এর অনুবাদ

৩ মুখরা রমণী বশীকরণঃ এটি শেক্সপিয়ারের টাইমিং অফ দা স্রেও এর অনুবাদ

সৈয়দ শামসুল হক 

কাব্যনাট্য 

১ পায়ের আওয়াজ পাওয়া যায় (1976) এটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য তিনি এটি রচনা করেন 1975 খ্রিস্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনী গ্রামে প্রবেশ ঘটনা এ নাটকে স্থান পেয়েছে 

২ নুরুলদীনের সারাজীবন (1982) 178 রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নুরুল দীনের সংগ্রাম নিয়ে নাটক নাটকের বিখ্যাত উক্তি ‘’জাগো বাহে কোনঠে সবায়’’

গণনায়ক এখানে এখন ঈর্ষা 

অমৃতলাল বসু 

বিবাহ বিভ্রাট ,  চোরের উপর বাটপারি , কৃপণের ধন 

আলাউদ্দিন আল আজাদ 

ভারতের জাদুঘর ,  মায়াবী প্রহর ,  ধন্যবাদ , নিষিদ্ধ যাত্রা , নরকের লাল গোলাপ 

সিকান্দার আবু জাফর 

সিরাজউদ্দৌলা ,  মহাকবি আলাওল ,  শকুন্ত  উপাখ্যান

ডাক্তার নীলিমা ইব্রাহিম 

দুয়ে দুয়ে চার ,যে অরণ্যে আলো নেই  , সূর্যাস্তের পর,  রোদ জ্বালা বিকেলে 

মামুনুর রশীদ 

গিনিপিগ , ইবলিশ , ওরা কদম আলী 

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 

পুরো বিক্রম নাটক কিঞ্চিৎ জলযোগ প্রহসন

বিজন ভট্টাচার্য 

১ নবান্ন (1944) এটি পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় সমকালীন জাতীয় আন্দোলন মেহনতী মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে রচিত নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রধান সমাদ্দারের জুমচাষী পঞ্চাশের মন্বন্তরে তার পরিবারের সদস্যরা এই নাটকের মূল বিষয়বস্তু 1943 সালের দুর্ভিক্ষ বাংলা-বিহার-উড়িষ্যার কিছু জায়গায় যে মারাত্মক রূপ ধারণ করে সুযোগ-সুবিধা ফাঁসির দাবি চোরাকারবারি ইচ্ছামত নিজের সাম্রাজ্য গড়ে তোলে প্রকৃতি পর্যায়ের মানুষ সৃষ্ট সংকটের যাঁতাকলে পিষ্ট মানবতা যেসব মানুষ রাস্তায় ব্যারিকেড মৃত মানুষ দেখে যে মুখ ফিরিয়ে দেখে তা নবান্ন নাটকের সেসব মানুষের চোখের জল ঝরছে 

২ আগুন (1943)  এটি কার রচিত প্রথম নাটক

আব্দুল্লাহ-আল-মামুন 

১ শপথ (1964 ) প্রথম প্রকাশিত নাটক 

সুবচন নির্বাসনে (1974)-স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে অবস্থায় দেখা দেয় তাকে কেন্দ্র করে নাটকটি রচিত 

২ এখনো ক্রীতদাস (1984-88) ঢাকা শহরের গলাচিপা অবস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে দিয়ে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নিম্নবর্গের মানুষের জীবন যাপনের ইতিবৃত্ত 

৩ কোকিলারা (1990) ঢাকা 19 জানুয়ারি 1989 সাল নাটকটি প্রথম অভিনীত হয় নাটকটির কাহিনী প্রথম পর্ব শেষে আত্মহত্যা করে দ্বিতীয় কোকিলা নিরীহ প্রাণী ভোগ্যপণ্যের মধ্যবিত্ত সংসারে তিলে তিলে নিঃশেষ হয়ে যায় তৃতীয় কোকিলা প্রতিবাদী সমাজের অন্যায় এর বিপক্ষে সর্বোচ্চ বাংলাদেশের নারীদের রুপ এই তিন কোকিলা একটি চরিত্র নির্ভর ফেরদৌসী মজুমদার একক অভিনয় করে 

৪ এখন দুঃসময় (1975) বন্যাদুর্গত একটি গ্রামের পটভূমিতে রচিত 

আব্দুল্লাহ-আল-মামুনের অন্যান্য নাটকঃ এবার ধরা দাও ,  শাহজাদী ,  চারো দিকে যুদ্ধ,  মেরাজ ফকিরের মা ,আয়নার বন্ধুর মুখ

সেলিম আল দীন 

১ বিপরীত তমসায় (1969) এটি রেডিওতে প্রচারিত তার প্রথম নাটক 

২ ঘুম নেই (1970) টেলিভিশনে প্রচারিত তার প্রথম নাটক প্রথম মেয়েটির নাম ছিল লিব্রিয়াম নাটকটি প্রযোজনা করেন আতিকুল হক চৌধুরী 

৩ সর্প বিষয়ক গল্প (1972) এটি আমিনুল হক রচিত আমিনুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত প্রথম নাটক 

৪ মুনতাসির (1986 )নাটকটি প্রথম নাম ছিল মুনতাসির ফ্যান্টাসি পরবর্তীতে তিনি নাটক থেকে কেটে বাদ দিয়ে শুধু মুনতাসির রাখেন নাটকের প্রধান বিষয় বিশ শতকের আশির দশকেরসেনা  শাসনের কবল

৫ কীর্তনখোলা(1986 )স্থানীয় এক মেলা কে কেন্দ্র  করে এবং সংস্কৃতির উপজীব্য করে তিনি নাটকটি রচনা করেন এটি নিয়ে 2000 সালে চলচ্চিত্র নির্মিত হয় 

৬ চাকা (1991) একটি কথা নাটক 1993 সালে চলচ্চিত্র নির্বাচিত হয় 

৭ হরগজ (1992) মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থানে 1919 খ্রিস্টাব্দে সংঘটিত হয় সাদৃশ্য পরবর্তী উদ্ধার পর্বের একটি প্রাণীর দল দেখা প্রকৃতি ও প্রাণী জগতের নানা স্তরে নাটকের উপজীব্য

৮ হাত হদাই (1997)- এটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত 

৯ ধাবমান (2007)– নেত্রকোনার বিরিশিরি দুর্গাপুর সোমেশ্বরী নদী পটভূমি ও হাজার হাজার বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকে প্রান্তিক এলাকায় বসবাসরত ক্রিয়া-প্রতিক্রিয়া এ প্রেক্ষাপটে নাটকের কাহিনী 

সেলিম আল দীনের অন্যান্য নাটক- অভিবাসন ,  যৌবন প্রাপ্ত ,  নিমজ্জন এক্সপ্রেস ,  কাঁকড়ার ডকুমেন্টারি 

টেলিভিশনের প্রকাশিত নাটক- রক্তের অঙ্গুরলতা, অশ্রুত অন্ধকার জন্য, ভাঙনের শব্দ শুনি ,  ছায়া শিকারি ,  রঙের মানুষ ,  লোকশিল্পের মানুষেরা 

গীতি নাট্য- উৎসব কাব্যনাট্য ও তিমি 

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

 কাব্যনাট্যঃ বিষ বিরিজের ব্রিজ

আব্দুল আল মামুন 

সুবচন নির্বাসনে,  কোকিলারা

জিয়া হায়দার 

এলেবেলে , শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ ,  মুক্তি মুক্তি, তাইরে নাইরে না , প্রজাপতি নির্বন্ধ,, উন্মাদ সাক্ষাৎকার,। 

হানিফ সংকেত

শোধবোধ 

তুলসী লাহিড়ী 

ছেঁড়া তার প্রথিক

মমতাজউদ্দীন আহমেদ 

স্বাধীনতা আমার স্বাধীনতা 

সাঈদ আহমেদ 

কালবেলা, তৃষ্ণায়

জোবেদা খানম

 ওরে বিহঙ্গ 

ইব্রাহিম খলিল

 স্পেন বিজয়ী মুসা

আনিস চৌধুরী 

মানচিত্র অ্যালবাম 

শাহাদাত হোসেন

 আনারকলি মসনদের মোহ 

মমতাজউদ্দীন আহমেদ

 কী চাহ শঙ্খচিল ,  বর্ণচোরা ,  বকুলপুরের স্বাধীনতা 

আলাউদ্দিন আল আজাদ 

নরকের লাল গোলাপ 

সৈয়দ শামসুল হক 

পায়ের আওয়াজ পাওয়া যায় 

নীলিমা ইব্রাহিম 

যে অরণ্যে আলো নেই

জিয়া হায়দার 

পঙ্কজ বিভাস

সাঈদ আহমেদ 

প্রতিদিন একদিন

রণেশ দাশগুপ্ত 

ফেরী আসছে

Write Reply...