কথা সাহিত্য (Folk – lore)

গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে কথা বা লোককথা বা লোক কাহিনী বলা যায় । কাহিনী কাব্যগুলো গীতিকা এবং গদ্যে হলে ‘কথা’ নামে পরিচিত হয় ।

* ডঃ আশুতোষ ভট্টাচার্য লোককথাকে তিন ভাগে বিভক্ত করেছেন

১. রূপকথা ২. উপকথা ৩. ব্রতকথাসাহিত্য কথা

রূপকথা – (Fairy Tales) শিশুতোষ কল্পকাহিনী ।

সংগ্রাহক- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।

দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত গ্রন্থ – ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদামহাশয়ের থলে (রসকথা) ঠানদাদির থলে (ব্রতকথা) ।

বাংলাভাষার সর্বকালের শ্রেষ্ঠ রূপকথা সংগ্রাহক – দক্ষিণারঞ্জন মিত্র, বঙ্গীয়সাহিত্য পরিষদ ১৩৫৯ বঙ্গাব্দে তাঁকে ‘কথাসাহিত্য সম্রাট’ উপাধি প্রদান করেন ।

ঠাকুরমার ঝুলি সম্পর্কে দ্যা টাইমস অব লন্ডন’ এর মন্তব্য ‘দি মোস্ট ওয়ান্ডারফুল ভলিউমস’

* ঠাকুরমার ঝুলি বাংলা ব্যতীত— জার্মান ভাষায় অনূদিত হয় ।

ঠাকুরমার ঝুলি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন – ‘ঠাকুরমার ঝুলি হল বাংলার রস ।’ । ঠাকুরমার ঝুলিতে গল্প আছে – ১৪টি ।

উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সংগৃহীত গ্রন্থ – টুনটুনির বই

উপকথাজীব জন্তুর চরিত্র অবলম্বনে গড়ে ওঠা কাহিনী

→যেমনঃ ঈশপের কাহিনী

ব্রতকথা – বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেয়েলি ব্রতের সঙ্গে সম্পর্কিত কাহিনী অবলম্বনে ব্রতর্কথা নামে একধরনের লোককথার বিকাশ ঘটেছে।

প্রবাদ, ডাক ও খনার বচন

প্রবাদ : মানুষের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার এক সংক্ষিপ্ত অভিব্যক্তি হল প্রবাদ । প্রবাদের অপর নাম কাব্যকণিকা ।

→ লোক সাহিত্যের যে শাখা সমকালকে বেশি স্পর্শ করে তা হল প্রবাদ ।

ডাকের বচনজ্যোতিষ শাস্ত্র, ক্ষেত্রতত্ত্ব ও গৃহস্থালী সম্পর্কিত ছড়া ডাকের বচন নামে পরিচিত ।

ডাক তিব্বতীয় ভাষার শব্দ। যার অর্থ – “বৌদ্ধিক তান্ত্রিক সাধক’ বা প্রজ্ঞা বা জ্ঞান ‘ডাক’ বর্তমানে উড়িষ্যায় গীত হয় ।

ডাকার্ণব – জ্ঞানসাগর । 

খনার বচন- কৃষিতত্ত্ব ও আবহাওয়া বিষয়ক উপদেশাত্নক এক প্রকার প্রচলিত ছড়া ‘খনার বচন’ নামে পরিচিত।

খনা তিব্বতী ভাষার শব্দ, যার অর্থ বোবা ।খনার বচনই আমাদের প্রাচীন কৃষি বিজ্ঞান ।

ডাঃ আবদুর গফুর সিদ্দিকীর মতে, খনার সংখ্যা প্রায় দেড় লক্ষ ।

* ডাক ও খনার বচন – প্রাচীন যুগের সৃষ্টি বলে ধারণা করা হয় ।

Write Reply...