ফোর্ট উইলিয়াম কলেজ

[উইলিয়াম কেরী, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং অন্যান্য]

১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ও তাঁর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার লালবাজারের নিকট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় । কার্যক্রম শুরু হয় ২৪ নভেম্বর ।

উদ্দেশ্য- ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বল্প শিক্ষিত ও নবাগত ইংরেজ কর্মচারীগণকে দেশীয় ভাষা শিক্ষা দিয়ে এদেশে আইনকানুন ও আচার বিচার সম্পর্কে বোধগম্যতা সৃষ্টি করা ।

১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু হলে উইলিয়াম কেরীর (১৭৬১-১৮৩৪) উপর বাংলা বিভাগের দায়িত্ব অর্পিত হয় । তিনি এ বিভাগের প্রথম প্রধান ছিলেন ।

উইলিয়াম কেরী ২ জন প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামনাথ বাচস্পতি এবং ছয়জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন ।

প্রথম বাংলা গদ্যগ্রন্থ রচয়িতা- রামরাম বসু। তিনি উইলিয়াম কেরীকে বাংলা শিখিয়েছেন । তাঁকে কেরী সাহেবের মুন্সী বলা হয় ।

১৮০১-১৮১৫/এই সময়কে ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ বলা হয়। এ সময় ৮জন পণ্ডিত ১৩টি গদ্যগ্রন্থ লিখেছিলেন। কলেজের প্রথম মুদ্রিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’, দ্বিতীয়- ‘কথোপকথন’ । [তথ্যসূত্র : বাংলা সাহিত্যের রূপরেখা- গোপাল হালদার।]

ফোর্ট উইলিয়াম কলেজের জন্য রচিত ও প্রকাশিত গ্রন্থ গুলি নিম্নরূপ :

 ১. পণ্ডিতের নাম- রামরাম বসু:

(i) রাজা প্রতাপাদিত্য চরিত্র- (১৮০১) এটি কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ । এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ । 

(ii) লিপিমালা (১৮০২ )

২. পণ্ডিতের নাম- উইলিয়াম কেরী: 

(i) কথোপকথন (১৮০১) 

(ii) ইতিহাসমালা (১৮১২) অনূদিত গল্পের সংকলন ।

 ৩. পণ্ডিতের নাম- গোলকনাথ শৰ্মা ;

(i) হিতোপদেশ (১৮০২) সংস্কৃত থেকে অনুবাদ ।

৪. পণ্ডিতের নাম- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (তিনি ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত) 

(i) বত্রিশ সিংহাসন (১৮০২) 

(ii) হিতোপদেশ (১৮০৮)

(iii) রাজাবলি (১৮০৮) বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ সংস্কৃত রাজাবলি গ্রন্থের অনুসরণে । 

(iv) প্রবোধচন্দ্রিকা (রচনাকাল ১৮১৩ প্রকাশকাল ১৮৩৩)

৫.পণ্ডিতের নাম- তারিণীচরণ মিত্র (তিনি কলেজের পণ্ডিত ছিলেন না ।) 

(i) ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩) – ঈশপস ফেবলসের অনুবাদ

৬.পণ্ডিতের নাম- রাজীবলোচন মুখোপাধ্যায় :

(i) মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)

৭. পণ্ডিতের নাম- চণ্ডীচরণ মুন্‌শী :

(i) তোতা ইতিহাস (১৮০৫) তুতিনামা নামক ফারসী গ্রন্থের বঙ্গানুবাদ । 

  ৮. পণ্ডিতের নাম- হরপ্রসাদ রায়
(i) পুরুষ পরীক্ষা (১৮১৫)

অন্যান্য গ্রন্থ : 

মোহনপ্রসাদ ঠাকুর:  (i) ইংরেজি বাংলা শব্দকোষ (১৮০৮) 

কালীনাথ তর্কপঞ্চানন : (i) পদার্থতত্ত্ব কৌমুদী (১৮২১) 

(ii) আত্মতত্ত্বকৌমুদী (১৮২২)

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার: 

(i) বেদান্ত চন্দ্ৰিকা (১৮১৭): রামমোহন রায়ের ‘বেদান্ত গ্রন্থ ‘ও ‘বেদান্তসারের’, (১৮১৫) প্রতিবাদে এ গ্রন্থটি লিখিত

উইলিয়াম কেরী: উইলিয়াম কেরী একজন ইংরেজ ব্যক্তির যার নিকট বাংলা ভাষা চিরঋণী 

১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য উইলিয়াম কেরী কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।

Write Reply...