শাক্ত পদাবলি
শক্তি অর্থাৎ উমা, পার্বতী, দূর্গা, কালিকাকে কেন্দ্র করে যে গান রচিত হয় তাকে বলা হয় শাক্ত পদাবলি। অবশ্য সেকালে এই গানকে বলা হত মালসী। শ্যামাসঙ্গীতকেই শাক্ত পদাবলি বলা হয়
→ শাক্ত পদাবলীর প্রথম ও শ্রেষ্ঠ কবি- রামপ্রসাদ সেন
→ অন্যান্য কবি – গঙ্গাগোবিন্দ, ভারতচন্দ্র রায়, রাজা কৃষ্ণচন্দ্র, মুক্তারাম সেন, রাজা শিবচন্দ্র রায়, দাশরথি রায়।
→ মুসলমান কবি – আলি রজা, আকবর আলী, মির্জা হোসেন আলী।
→ আধুনিক যুগে কাজী নজরুল ইসলাম ও শাক্ত পদাবলি রচনা করেন ।